Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন


৮ সেপ্টেম্বর ২০২১ ২০:১২

এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করায় জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় তারা জাতীয় ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্যও কামনা করেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) আলাদা বার্তায় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচ হারলেও প্রথম দুই ম্যাচের সঙ্গে চতুর্থ ম্যাচটিতে জয়লাভ করায় শেষ ম্যাচের আগেই টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হয়েছে।

চতুর্থ এই ম্যাচে প্রথমে বোলিং করে কিউইদের মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় টাইগাররা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের ৪৩ রানের ক্যাপ্টেনস নক আর মোহাম্মদ নাইমের ২৯ রানের কল্যাণে পাঁচ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ব্যবধান দাঁড়াল ৩-১। সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।

এদিকে, এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচে জেতেনি বাংলাদেশ। এবারের সিরিজে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেল টাইগাররা। এর ফলে টি-টোয়েন্টিতে টানা দুই সিরিজ জয়ের রেকর্ডও হলো বাংলাদেশের। এর ঠিক আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একইভাবে জয় পেয়েছে বাংলাদেশ। অজিদের বিরুদ্ধেও আগে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের কোনো অভিজ্ঞতা টাইগারদের না থাকলেও পাঁচ ম্যাচ সিরিজের চারটিই জিতে নিয়েছে টাইগাররা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর