হোয়াট আ ক্যাচ মোস্তাফিজ…
৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ০০:১১
মোস্তাফিজুর রহমানের বোলার পরিচয়টাই বড়। ২০১৫ সালে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৩০-এর বেশি। প্রতি ম্যাচেই নিচের দিকে ব্যাটিং করেছেন মোস্তাফিজ। বেশিরভাগই নয়, দশ নম্বরে। ঘরোয়া, বয়সভিত্তিক বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও তাই। আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের সর্বোচ্চ স্কোর ১৮! ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও খুব বেশি পারদর্শি নয় ২৬ বছর বয়সী ক্রিকেটার। ফিল্ডিংয়ে মাঝে মধ্যে শিশুসুলভ ভুল করতেও দেখা যায় তাকে। কিন্তু আজ সেই ফিল্ডিংয়েই নজর কাড়লেন মোস্তাফিজ।
বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটি খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচে বোলার মোস্তাফিজেই বেশি ভুগেছে নিউজিল্যান্ড। ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তবে তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে ১৬তম ওভারে মোস্তাফিজের নেওয়া অসাধারণ সেই ক্যাচ নিয়ে।
দলের নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্যে উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করছিলেন কোল ম্যাকোনকি। ১৬ ওভারের ষষ্ঠ বলে মোস্তাফিজ সেই চেষ্টার মৃত্যু ঘটালেন দুর্দান্তভাবে।
মোস্তাফিজের কাটারে চেক শট খেলেছিলেন ম্যাকোনকি। ঠিকমতো টাইমিং করতে পারেননি, বল খানিক বাতাসে ভাসে। তারপরই মোস্তাফিজকে দেখা গেল বাজ পাখির ভঙ্গিমায়! বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বল ধরে শরীরটা মাটিতে গড়িয়ে দিলেন মোস্তাফিজ। দেখে মনে হচ্ছিল, বিশ্বের অন্যতম সেরা কোনো ফিল্ডার বুঝি ক্যাচ নিচ্ছেন!
মাঠে থাকা মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানরা হয়তো কাছে এসে বলছিলেন, ‘হোয়াট অ্যা ক্যাচ মোস্তাফিজ!’