ভয় ধরিয়ে দিয়েছিলেন সাইফউদ্দিন
৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৪
নাসুম আহমেদের স্পিনে কাঁপছিল নিউজিল্যান্ড। বোলিংয়ে এসে অপর প্রান্ত থেকে কিউইদের আরও চাপে ফেলার চেষ্টা করছিলেন সাইফউদ্দিন। তখনই ঘটল বিপত্তিটা। আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল সাইফউদ্দিনকে।
ঘটনা ১৪তম ওভারের। সেট হওয়া উইল ইয়ং সাইফউদ্দিনকে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন। বল নাগালেই ছিল বলে হাত সামনে নিয়ে গতিরোধ করতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু হাতটা ঠিকমতো নিতে পারেননি, বল লেগে যায় আঙুলে।
সাইফউদ্দিন যে বেশ ভালোই ব্যাথা পেয়েছেন সেটা দূর থেকেও বুঝা যাচ্ছিল। মাটিতে পড়েই ফিজিও ইশারা করেন। সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। চোটের ধরণ বুঝে তরুণ অলরাউন্ডারকে মাঠের বাইরে নেন বাংলাদেশ দলের ফিজিও।
চোট নিয়ে মাঠ ছাড়ার আগে ২ ওভারে ১৩ রান খরচ করেছেন সাইফ উদ্দিন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সাইফউদ্দিনের এভাবে ইনজুরিতে পড়া বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণই ছিল। অবশ্য চিন্তা মুক্ত হওয়া গেছে অল্প সময় পরই। শুশ্রুষা শেষে কিছুক্ষণ পরই মাঠে ফেরেন তরুণ অলরাউন্ডার।