থিকশানার রেকর্ড গড়া বোলিংয়ে সিরিজ জিতল শ্রীলংকা
৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি ও সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার মাঠে নামে শ্রীলংকা। ব্যাট হাতে লংকানরা এদিন তেমন কিছু করে দেখাতে না পারলেও বল হাতে দক্ষিণ আফ্রিকার জন্য যেন দুঃস্বপ্ন হয়ে এসেছিল নতুন মেন্ডিস। তার রেকর্ড গড়া বোলিংয়ে ৭৮ রানে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করে স্বাগতিক শ্রীলংকা।
লংকানদের জার্সিতে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন মাহিশ থিকশানা। আর প্রথম ম্যাচেই বাজিমাৎ। নতুন এই রহস্য স্পিনার প্রথম বলেই নিয়েছেন উইকেট। অভিষেকে গড়েছেন সেরা বোলিংয়ের রেকর্ড।
প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলংকা। আর এই লক্ষ্যে ব্যাট করতে নেমেই থিকশানার ঘূর্ণিতে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এতেই ৭৮ রানে জয় তুলে নেয় শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতার সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে পেয়েছে মূল্যবান ১০ পয়েন্ট।
স্বাগতিকদের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা থিকশানা ৩৭ রান দিয়ে নেন ৪ উইকেট। তাতেই গড়েন রেকর্ড, ওয়ানডে অভিষেকে ৪ উইকেট নেওয়া প্রথম লংকান স্পিনার তিনিই।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লংকানদের ৩৩ রানেই ছিল না ৩ উইকেট। এরপর হাল ধরার চেষ্টা চালান ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের জুটি। বাঁহাতি স্পিনার লিন্ডাকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান কামিন্দু।
ইনিংস বড় করতে পারেননি ধনাঞ্জয়াও। ২ চারে ৩১ রান করা এই ব্যাটসম্যান এইডেন মারকরামের শিকার। দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গাকে দ্রুত ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার মহারাজ।
তবে উইকেটের এক প্রান্ত আকড়ে ধরে থাকেন চারিথ আসালঙ্কা। তবে তিনিও অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে থাকতে তাবরিজ শামসিএর বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন। তাতেই শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৩ রান তুলতে পারে স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। পাওয়ার প্লেতে মাত্র ৪৫ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় সফরকারীরা। এরপর আক্রমণে এসেই উইকেটের স্বাদ পান অভিষিক্ত থিকশানা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়ানেমান মালান স্লিপে ধরা পড়েন তার অফ স্পিনে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট পাওয়া শ্রীলংকার চতুর্থ বোলার তিনি।
এরপরই হানা দেয় বৃষ্টি। ৪০ মিনিট পর খেলা শুরু হলেও কমেনি ওভার সংখ্যা। তবে দক্ষিণ আফ্রিকা আর পারেনি ঘুরে দাঁড়াতে। লংকান স্পিনারদের ছোবলে এলোমেলো হয়ে যায় তাদের ব্যাটিং। দলটির হয়ে ৩০ রানও করতে পারেননি কেউ। আর তাতেই মাত্র ১২৫ রানে থামে প্রোটিয়াদের ব্যাটিং ইনিংস।
লংকানদের হয়ে ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন থিকশানা। শেষ পর্যন্ত ৭৮ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক শ্রীলংকা। দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী শুক্রবার।
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ তৃতীয় ওয়ানডে শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা শ্রীলংকার জয়