Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জালে কিরগিজস্তানের ৪ গোল


৭ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:২০

ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হারা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। কিরগিজস্তানের বিপক্ষে আজ আরও বড় ব্যবধানে হেরেছেন জামাল ভূঁইয়ারা। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ হেরেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করগিজস্তানের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে বাংলাদেশের পাওয়া একমাত্র গোলটি আত্মঘাতি, ম্যাচের ৫২তম মিনিটে। এই হারে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল থেকে অনেকটাই দূরে চলে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সব মিলিয়ে কিরগিজস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচই হারল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ বছাইয়ের প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। ফিরতি লেগে কিরগিজস্তান জিতেছিল ২-০ ব্যবধানে।

আজ চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। শহিদুল আলম সোহেলের জায়গায় গোলপোস্টের নিচে ফেরেন আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার রেজাউল করিমের বদলে রিয়াদুল হাসান রাফি, ফরোয়ার্ড সাদউদ্দিনের জায়গায় মাহবুবুর রহমান সুফিল এবং মাঝমাঠে সোহেল রানার বদলে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে নামান কোচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়ে থাকা কিরগিজস্তান দশম মিনিটে প্রথম গোল পায়। তপু বর্মনের মিস হেডে ফাঁকায় বল পেয়ে সহজেই গোল আদায় করে নেন কিরগিজস্তানের এলদার মোল্দোঝুনুসোভ। ১৭ মিনিটে গোললাইন থেকে বল ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি তপু বর্মন।

৪০ মিনিটে দ্বিতীয় গোল আটকাতে পারেনি বাংলাদেশি ডিফেন্স। দারুণ এক প্রতিআক্রমণের শেষ ফিনিশিং হিসেবে গোল করেন শুকুরোভ। ২-০ গোলে বিরতিতে যাওয়া কিরগিজস্তান তৃতীয় গোল আদায় করেছে বিরতি থেকে ফিরেই। ৪৬ মিনিটে গুলজিগিত আলিকলুভের আড়াআড়ি ক্রসে মাপা শটে ব্যবধান ৩-০ করেন রুস্তমোভ।

বিজ্ঞাপন

৫২ মিনিটে বাংলাদেশ একমাত্র গোলটা পেয়েছে সুফিলের কল্যাণে। রহমত মিয়ার থ্রো ইনে প্রতিপক্ষ ডিফেন্ডার ভুল হেড করলে বল পেয়ে যান সুফিল। তার নেওয়া দারুণ শট প্রতিপক্ষ এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ে যায়। ৬৮ মিনিটে কিরগিজস্তানকে গোলবঞ্চিত করেন জিকো।

৮৭ মিনিটেও ব্যবধান বাড়তে দেননি বাংলাদেশি গোলরক্ষক। বখতিয়ার দুইশবেকভের দুর্দান্ত এক ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন জিকো। তবে দুই মিনিট পরই কর্নার কিকে হেড করে কিরগিজস্তানকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন বখতিয়ার। শেষ পর্যন্ত এই ব্যবধারে হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল বাংলাদেশ-কিরগিস্তান ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর