টস হেরে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৮
সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। অর্থাৎ প্রথমে বোলিং করতে নামতে হবে বাংলাদেশকে।
রোবাবর (৫ সেপ্টেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের এগারোজনকে নিয়েই আজকের পরিকল্পনা সাজিয়েছে মাহমুদউল্লাহ দল। অন্য দিকে সিরিজে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে।
করোনায় আক্রান্ত হয়ে পড়া ফিন অ্যালেন সুস্থ্য হয়ে ওপেনিংয়ে ফিরেছেন। একাদশে জায়গা পেয়েছেন স্কট কুগেলেইন ও জ্যাকব ড্যাফি। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল, বেন সিয়ার্স ও হামিশ বেনেট।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে জেতা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতেছে ৪ রানে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, স্কট কুগেলেইন ও এজাজ প্যাটেল।