ভালো উইকেট দরকার, তবে জেতাটাও জরুরি: পাইলট
৪ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২১ ২২:২৮
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে এই ফরম্যাটে রীতিমতো অপ্রতিরোধ্য সময় কাটছে বাংলাদেশের! সর্বশেষ দশ ম্যাচের আটটিতেই জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচও জিতেছে বাংলাদেশ। তবে দল জয়ের মধ্যে থাকলেও প্রশ্ন তুলছেন অনেকে। বাংংলাদেশ খেলছে যে পুরো মন্থর উইকেটে। গত অস্ট্রেলিয়া সিরিজে মিরপুরের উইকেটে ১২০-এর বেশি স্কোর গড়তেই ঘাম ছুটে গেছে ব্যাটারদের। চলতি নিউজিল্যান্ড সিরিজের উইকেটও অনেকটা তেমনই। কিন্তু বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের উইকেট এতোটা কঠিন না। স্পিনাররা সুবিধা পেলেও ১৮০+ রান উঠে নিয়মিতই। ফলে মিরপুরে মন্থর উইকেটে খেলে বিশ্বকাপ প্রস্তুতি কতোটা হচ্ছে তেমন প্রশ্ন অনেকের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট অবশ্য বলছেন, বাংলাদেশ ঠিক পথেই এগুচ্ছে। বিশ্বকাপ প্রস্তুতির ভিন্ন একটা রাস্তাও বাতলে দিতে চেলেছেন সাবেক অধিনায়ক।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজগুলো ব্যাটিং উপযোগী উইকেট বানিয়ে খেলা যেত। কিন্তু তেমনটি করতে গিয়ে একের পর এক ম্যাচ হারলে সেটা ভালো হতো না। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে জয়ের মধ্যে থাকা খুবই জরুরী। বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেট বানিয়ে হেরে যাওয়ার চেয়ে মন্থর উইকেটে টানা জয়ের মধ্যে থাকাটা বেশি উপযোগী বলেছেন খালেদ মাসুদ পাইলট।
শনিবার (৪ সেপ্টেম্বর) সারাবাংলা ডটনেটের সঙ্গে একান্ত আলাপকালে সাবেক অধিনায়ক বলছিলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ঠিক প্ল্যানেই এগুচ্ছে। প্রথমে নিজেদের আত্মবিশ্বাসটা বৃদ্ধি করা দরকার। অনেকেই উইকেট নিয়ে কথা তুলছে। দেখুন, আমরা যদি ফ্ল্যাট উইকেট বানাতাম এবং কয়েকটা ম্যাচ হেরে যেতাম সেটা বিশ্বকাপের আগে ভালো হতো না। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী থাকা জরুরী। নিউজিল্যান্ড দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। তাদের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমাররা এসেছে। এটাও ভাবনায় রাখতে হবে।’
সাবেক অধিনায়ক বলেন, ‘হ্যাঁ উইকেট আরেকটু ভালো হতে পারে। যেখানে বোলাররাও টার্ন পাবেন আবার ১৫০-১৬০+ রান উঠবে। আবার এমনটা করা যায়, যদি প্রথম কয়েকটা ম্যাচে সিরিজ জয় নিশ্চিত হয় তবে পরের ম্যাচগুলোর উইকেট ফ্ল্যাট বানানো যায়।’
অক্টোবরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ মিশনে যাবে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে খেলতে প্রথমে বাছাই পর্ব পেরুতে হবে বাংলাদেশকে। তার আগে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল। সেসবের সঙ্গে দেশেও কয়েকটা ম্যাচ আয়োজনের পরামর্শ দিলেন খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়কের মতে, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোর আগে ভালো উইকেট তৈরি করে দেশে কয়েকটা ম্যাচ খেলতে পারলে সেটা হবে দুর্দান্ত প্রস্তুতি।
তিনি বলেন, ‘দেখুন, বিশ্বকাপের আগে অনেক সময় আছে। আমার মনে হয়, আমরা অনেক আগেই বিশ্বকাপ নিয়ে কথা বলছি। প্রস্তুতির হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আমরা দেশে কয়েকটা ম্যাচ খেলতে পারি। ক্রিকেটাররা ভাগ হয়ে সেখানে খেলবেন। উইকেট একেবারে ব্যাটিং সহায়ক হবে, রান উঠবে দুইশর বেশি। এভাবে যদি তিনটা ম্যাচ খেলা যায় সেটা ভালো প্রস্তুতি হবে। আবার ওখানে (বিশ্বকাপের ভেন্যু) একাধিক প্রস্তুতি ম্যাচ আছে। তাছাড়া আগে যেটা বললাম নিউজিল্যান্ড সিরিজের শেষের ম্যাচগুলোর উইকেট যদি ভালো হয়, ১৭০+ রান উঠবে, এমন যদি হয় তাহলে আমি মনে করি ভালো প্রস্তুতি হবে।’
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে। ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাছাই পর্বের ওপর দুই ম্যাচে যথাক্রমে- ১৯ ও ২১ তারিখ।
খালেদ মাসুদ পাইলট টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট