Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইজুল আছেন, তবু বহুদূর…


৪ সেপ্টেম্বর ২০২১ ২০:০৩

‘টিম কম্বিনেশনের কারণেই হোক কিংবা যেকোনো কারণেই হোক, আমি অনেকদিন ধরে খেলছি না। আমি অবশ্য এটা নিয়ে চিন্তিত নই।’ কথাগুলো তাইজুল ইসলামের। বাঁহাতি স্পিনার সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন গত এপ্রিলে, শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে। তবে তাইজুল কিন্তু দলের সঙ্গেই আছেন।

একটা সময় শুধু টেস্টের জন্যই বিবেচনায় আসা তাইজুল সম্প্রতি কয়েক বছরে রঙিন পোশাকেও কিছু ম্যাচ খেলেছেন। গত জিম্বাবুয়ে সফর থেকে দলের সঙ্গে আছেন তাইজুল। জিম্বাবুয়ে সিরিজের টেস্ট স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। জৈব-সুরক্ষা বলয় না ভাঙতে দলের সঙ্গেই রাখা হয় তাকে। জিম্বাবুয়ে থেকে ফিরে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তাইজুল ওই সিরিজের স্কোয়াডে ছিলেন। কিন্তু সুযোগ মিলেনি এক ম্যাচও। নিউজিল্যান্ড সিরিজের দলেও আছেন তিনি। কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, তাইজুলের মাঠে নামা হয়নি।

বিজ্ঞাপন

অর্থাৎ দলের সঙ্গেই থাকা তাইজুল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছেন প্রায় চার মাস আগে। তাইজুল মনে মনে বলতেই পারেন ‘আছি, তবু আমি কতোদূর’! এসবে অবশ্য আক্ষেপ নেই অভিজ্ঞ এই স্পিনারের। দল ভালো করছে, তার বদলে স্পিন বিভাগে সুযোগ পাওয়া অন্যরা ভালো করছেন- এসব দেখে না খেলতে পারলেও খুশি তাইজুল।

শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তাইজুল বলছিলেন, ‘আমি অনেকদিন ধরেই ম্যাচ খেলছি না। তিন-চার মাস হয়ে গেছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। টিম কম্বিনেশনের কারণেই হোক কিংবা যেকোনো কারণে, ম্যাচগুলোতে আমার খেলা হয়নি। আমি অবশ্য এটা নিয়ে চিন্তিত নই। সুযোগ আসলে ইনশাআল্লাহ আমি কাজে লাগানোর চেষ্টা করব। আমি আমার কাজগুলো যথাযথভাবে নিজের সাধ্যমতো করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

খেলা না হলেও দলের সঙ্গে থাকাটাকেও বড় সুযোগ বলছেন তাইজুল, ‘দলের বাইরে থাকলে আমি এই আবহটা পেতাম না। এখানে থাকায় আমি কোচদের; রঙ্গনা হেরাথ আছে, ব্যাটিং কোচ আছে এবং সাপোর্ট স্টাফের যারাই আছে, তারা আমাকে অনেকভাবেই সহযোগিতা করছেন। যখন যেটা চাচ্ছি, সহজেই সেটা পাচ্ছি। আমার মনে হয়, সামনের দিনের প্রস্তুতির জন্য এটা খুব ভালো হচ্ছে। আসলে নিজের থেকে দলের স্বার্থকেই আমি অনেক বড় করে দেখি। দল ভালো করছে, এটা অনেক ভালো লাগার বিষয়। আমার যারা প্রতিদ্বন্দ্বী তারা অনেক ভালো করছে। আশা করি, সামনেও তারা অনেক ভালো করবে। আর আমি যখনই সুযোগ পাব, ভালো করার চেষ্টা করব, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। সর্বশেষ দশ টি-টোয়েন্টির আটটিতেই জিতেছে মাহমু্দউল্লাহ রিয়াদের দল। তাইজুল বলছেন আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্সের কারণেই সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ, ‘বাংলাদেশের সাফল্যের পেছনে কাজ করছে আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স। আমার কাছে মনে হয় আমাদের সফল হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ফিল্ডার্স বলেন সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং টিম হিসেবে খেলতেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই নিজের দায়িত্বটা নিজের মত করে পালন করছে।’

টি-টোয়েন্টি ক্রিকেট তাইজুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর