Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো উইকেটে খেলা ভালো হয়: ল্যাথাম

স্পোর্টস ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৯

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাত্র ৬০ রানেই অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসের যৌথভাবে সর্বনিম্ন দলীয় রানের লজ্জায় পড়তে হয়েছিল সেদিন। এরপরের ম্যাচেই বিব্রতকর অভিজ্ঞতা পেরিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জমিয়ে তুলেছিল লড়াই। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ৪ রানের ব্যবধানে হারে কিউইরা। দুর্দান্ত লড়াইয়ের পর অধিনায়ক টম ল্যাথাম জানালেন এর বড় কারণ উইকেটের চরিত্র। উইকেট কিছুটা ভালো হওয়াতে খেলার মানও হয়েছে ভালো।

বিজ্ঞাপন

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারের সমীকরণ দাঁড়াল জিততে হলে ২০ রান দরকার নিউজিল্যান্ডের। মোস্তাফিজুর রহমানের করা প্রথম ৪ বল থেকে ৭ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। ফলে আরেকটা টি-টোয়েন্টি জয়ের সুবাস পাচ্ছে তখন মাহমুদউল্লাহর বাংলাদেশ। ওই সময়েই বড় এক ভুল করে বসলেন ফিজ। হাত ফসকে তার পঞ্চম বলটা টম ল্যাথামের মাথার ওপর দিয়ে এমন জায়গায় গিয়ে পড়ল উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও ধরতে পারলেন না, বল গড়িয়ে গেল সীমানায়। অর্থাৎ নো বলে পাঁচ রান পেয়ে গেল নিউজিল্যান্ড। ২ বলে কিউইদের তখন ৮ রান দরকার। টি-টোয়েন্টিতে যেটা খুবই সম্ভব। শেষ পর্যন্ত অবশ্য কিউইদের হিসাব মিলাতে দেননি মোস্তাফিজ। দারুণ দুই ডেলিভারিতে তিন রানের বেশি নিতে দেননি। যাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শেষ পর্যন্ত ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার মিরপুরে ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ল্যাথামের ৪৯ বলে ৬৫ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড খেলা নিয়ে যায় শেষ বল পর্যন্ত। দুর্দান্ত পারফরম করেই কিউই অধিনায়ক জানালেন প্রথম ম্যাচের দুর্দশা কাটিয়ে এমন নৈপুণ্যে তৃপ্ত তারা, ‘অসাধারণ এক ম্যাচ ছিল। প্রথম ম্যাচের ওই ঘটনার পর এই ম্যাচে খেলা শেষ ওভারে নিয়ে যাওয়া আমাদের জন্য বড় ব্যাপার। প্রথম ম্যাচের শিক্ষা কাজে লাগাতে চেয়েছিলাম। তা আমরা ভালোই পেরেছি। বিশেষ করে ব্যাটিংয়ে। জুটি হয়েছে, শেষ বল পর্যন্ত জেতার সম্ভাবনা তৈরি করেছি। যা ছিল দারুণ।’

অস্ট্রেলিয়া সিরিজের ন্যয় নিউজিল্যান্ড সিরিজের উইকেটের চরিত্রও অনেকটা একই। নিউজিল্যান্ডের বিপক্ষের প্রথম ম্যাচের উইকেটটা স্পিন বান্ধব ছিল বেশ মন্থরও। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে দেখা মিলল রানের। অসমান বাউন্স খুব বেশি ছিল না। উইকেটের পরিস্থিতি ভালো হওয়াতেই ম্যাচ জমেছে বলে মনে করেন ল্যাথাম, ‘উইকেট ভালো হলে খেলাও ভালো হয়। অবশ্যই এখানে এই ব্যাপারটাই ছিল। দ্বিতীয় ম্যাচ মাত্র খেললাম, সেদিক থেকে বোলাররা ভালোই বল করেছে। সব স্পিনারই ভালো করেছে। আমাদের জন্য ব্যাপারটা ছিল নিজেদের স্কিল মেলে ধরা। যা চেয়েছি তা পুরোপুরি পারিনি। আমরা মনে করি করে এই ধরণের উইকেটে ১৩০-১৪০ লড়াই করার মতো স্কোর।’

নিজের পারফরম্যান্সে বেশ খুশি কিউই অধিনায়ক। তবে তার বীরত্ব গাঁথাতেও জয় না মেলায় কিছুতা হতাশ হলেও শেষ পর্যন্ত লড়াই জমাতে পেরেই তিনি খুশি।

‘আজকে সবাই যেভাবে খেলেছে, খেলা যেভাবে শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে তাতে আমি খুশি।’—যোগ করেন টম ল্যাথাম।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজটি দেখা যাচ্ছেন স্যাটেলাইট চ্যানেল জিটিভির পর্দায় এবং অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলের ওয়েবসাইটে। ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

কিউই অধিনায়ক টম ল্যাথাম টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর