নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ
৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৪
দারুণ ওপেনিং জুটির পর দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ দিকে সময়োপযোগী ব্যাটিং করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ওপেনার ও অধিনায়কের কার্যকারী তিনটি ইনিংসের কল্যাণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪১ রানের স্কোর গড়েছে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ।
অর্থাৎ ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরতে হলে ১৪২ রান করতে হবে নিউজিল্যান্ডকে। কাজটা নিশ্চয় সহজ হবে না। কারণ মিরপুরের উইকটে সর্বশেষ ১৩ ইনিংসে এটাই সর্বোচ্চ স্কোর। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে গুটিয়ে গিয়েছিল ৬০ রানে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। গত ম্যাচে ৯ রানের মধ্যে ফেরা দুই ওপেনার আজ প্রথম উইকেটে তোলেন ৫৯ রান। গত অস্ট্রেলিয়া এবং চলতি নিউজিল্যন্ড সিরিজ মিলিয়ে এটাই বাংলাদেশের সেরা ওপেনিং জুটি। কিন্তু এই জুটি ভাঙতেই যেন পথ হারিয়ে বসল বাংলাদেশ!
দশম ওভারের তৃতীয় বলে রাচিন রবীন্দ্রকে টেনে খেলতে গিয়ে বোল্ড লিটন দাস। ফেরার আগে তিনটি চার এবং একটি ছক্কায় ২৯ বলে ৩৩ রান করেছেন। বাংলাদেশের ইনিংসে ছক্কা এই একটিই, সিরিজের প্রথম ছক্কাও এটি। লিটন ফেরার পর তিনে উইকেটে আসেন মুশফিকুর রহিম। উইকেটে বাঁহাতি নাইম শেখ ছিলেন বলেই হয়তো বাহাতি সাকিব আল হাসানের জায়গায় তিনে ডানহাতি মুশফিকুর রহিমকে পাঠানো হয়েছিল! কিন্তু এই টনিক টিকেনি এক বলও। রবীন্দ্রর পরের বলেই স্ট্যাম্পিং মুশফিক। বিনা উইকেটে ৫৯ থেকে অল্প সময়ের মধ্যেই দুই উইকেটে ৫৯ হয়ে পড়ে বাংলাদেশ।
এরপর সাকিব চারে নেমে দারুণ দুটি বাউন্ডারি মারলেও উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। কোল ম্যাকনকিকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ৭ বলে ১২ রান করে। এর কিছুক্ষণ পর জোড়া ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
দারুণ খেলতে থাকা নাইম রবীন্দ্রর বলে হাঁকাতে গিয়ে ধরা পড়েন ব্যক্তিগত ৩৯ রানের মাথায়। ৩টি চারের সাহায্যে ৩৯ বলে এই রান করেন তরুণ ওপেনার। আফিফ হোসেন ধ্রুব ৩ রান করে ফিরেছেন এর তিন বল পর। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে এগিয়েছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একশ চল্লিশের ওপারে নিয়েছেন রিয়াদ।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানে থেমেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৩২ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ছিলেন ৩৭ রানে। নুরুল ৯ বলে করেন ১৩ রান। নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র নিয়েন ২২ রানে তিন উইকেট।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাহমুদউল্লাহ লিটন দাস সাকিব আল হাসান