Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: টি-টোয়েন্টি থেকে বাদ তামিম


২ সেপ্টেম্বর ২০২১ ০০:১০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৫

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে এবারও নতুনত্ব এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বারের মতো তিন ফরম্যাটের জন্য আলাদা-আলাদাভাবে ক্রিকেটার চুক্তিবদ্ধ করা হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে নেই তামিম ইকবালের নাম।

বুধবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন চুক্তির ঘোষণা দেয় বিসিবি। আজ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দেওয়া তামিম যে টি-টোয়েন্টি চুক্তিতে থাকছে না তেমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরেছেন চুক্তিতে, তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন তিনি।

বিজ্ঞাপন

তরুণ পেসার শরিফুল ইসলামের নামও আছে তিন ফরম্যাটের চুক্তিতে। এই প্রথম কেন্দ্রীয় চুক্তিতে নাম উঠল তার। গত দুই চুক্তিতে জায়গা না পাওয়া অপর পেসার তাসকিন আহমেদও আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। চুক্তি থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন ও স্পিনার নাইম হাসান।

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া তরুণ শামীম হোসেন পাটোয়ারী প্রথমবার ঢুকেছেন চুক্তিতে। আছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও। গত বারের মতো এবারও চুক্তিতে নেই স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার রুবেল হোসেন। মোট ২৪ জন ক্রিকেটারের এই চুক্তি থাকছে চলতি বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত।

বিসিবির চুক্তিতে আছেন যারা-

তিন সংস্করণেই আছেন :

মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডেতে আছেন :

তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন:

মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, আফিফ হোসেন।

শুধু টেস্টে আছেন:

মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরি, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরি।

শুধু টি-টোয়েন্টিতে আছেন:

সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী।

তামিম ইকবাল বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর