‘বোর্ডের ভাবনায় ছিলেন, না খেলার সিদ্ধান্ত তামিমের ব্যক্তিগত’
১ সেপ্টেম্বর ২০২১ ২১:১১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৮
ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও বিশ্বকাপের আগেই ইনজুরি থেকে সেরে ওঠার কথা ছিল তামিম ইকবালের। তার অনুপস্থিতিতে ওপেনিং জুটি থেকেও মিলছে না তেমন সাফল্য। সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবাল থাকবেন কি না— এমন প্রশ্ন থাকলেও তাকে বাতিলের খাতায় ফেলার সুযোগই হয়নি। কিন্তু তামিম নিজেই জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি খেলবেন না। তামিমের সরে দাঁড়ানোর পেছনে কি তাহলে অন্য কারণ আছে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন এককথায় এর উত্তরে বলছেন, ‘না’। তিনি জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনায় তামিমের নাম ভালোভাবেই ছিল। ফলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত, সেটি তামিমের ব্যক্তিগত।
অনেকদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তামিম। নিউজিল্যান্ড সফরে দল যখন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছিল তামিম ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছিলেন। তারপর চোটের কারণে খেলতে পারেননি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। একই কারণে চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। অর্থাৎ তামিমকে ছাড়াই দশের বেশি টি-টোয়েন্টি খেলে ফেলেছে বাংলাদেশ।
আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম
এ অবস্থায় আজ বুধবার (১ সেপ্টেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তামিম বলেছেন, তার অনুপস্থিতিতে তরুণরা ওপেনিংয়ে সেট হয়েছেন। এখন হুট করে বিশ্বকাপ দলে চলে এলে তরুণদের জন্য সেটি ‘অবিচার’ হয়।
বিশ্বকাপের আগ মুহূর্তে তামিমের এভাবে সরে দাঁড়ানোর পেছনে কেউ কেউ আবার ‘অন্য কারণ’ও দেখছেন। এ প্রসঙ্গ উঠলে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি মনে করি, আমার দেখা সেরা ওপেনার তামিম ইকবাল। সেরা ব্যাটসম্যান মুশফিক, সেরা অধিনায়ক মাশরাফি। বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তামিম যদি দলে আসে, সে সবসময় প্রথম পছন্দ, বাদ দেওয়ার প্রশ্নই আসে না।’
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন পাপন। তিনি বলেন, ‘এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ও আমাদের প্রথম পছন্দ। এই বিশ্বকাপ দলেও ছিল। কিন্তু নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না। আজ আমাদের যে দল দিয়েছিল, সেখানেও সে ছিল। কিন্তু সে যেহেতু নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, এখন আর থাকবে না। সামনে আরও বিশ্বকাপ আছে, সে আবার খেলবে আশা করি। সিদ্ধান্তটি সহজ নয়, এটি সাহসী সিদ্ধান্ত। অথচ সবাই বিশ্বকাপ খেলতে চায়।’
চোটের কারণে দীর্ঘ দিন বাইরে থাকার পর এসে বিশ্বকাপ খেলা কঠিন, এমন কথাও বলেছেন বিসিবি সভাপতি— ‘এখনকার দলটা ভালো খেলছে। হতে পারে আমাদের হোম কন্ডিশনের কারণে। তবে যখন দল ভালো খেলে, খুব একটা দল পরিবর্তন করতে চাই না। সবাই চিন্তা করে, ও যেটা বলেছে— ভালো কথাই বলেছে। ও জানে স্কোয়াডে থাকলে সে খেলবেই। সে মনে করেছে এটা হলে অনেকের জন্য অবিচার হতে পারে। ও যেহেতু লম্বা সময় খেলছে না, এই চোট থেকে ফিরে বিশ্বকাপ খেলাটা কঠিন।’
সারাবাংলা/এসএইচএস/টিআর