বিশ্বকাপ দল তৈরি আছে: ডমিঙ্গো
৩০ আগস্ট ২০২১ ১৭:৪০ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ ১৭:৪৫
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরের ১৭ তারিখ থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার কথা বলেছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, বাংলাদেশের দল প্রায় প্রস্তুতই আছে। একদিন পর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপ দল ঘোষণা করলে ভালো হতো এমন কথাও বলেছেন ডমিঙ্গো।
সোমবার (৩০ আগস্ট) ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডমিঙ্গো বলছিলেন, ‘আমার জানা মতে, নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার এক বা দুইদিন আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। আমি মনে করি, আমাদের স্কোয়াড কেমন হতে পারে, সেই ধারণা আমাদের রয়েছে।’
নিউজিল্যান্ড সিরিজের আগে দল ঘোষণা করলে ক্রিকেটাররা নির্ভার থাকতে পারতেন বলেছেন প্রধান কোচ, ‘ভালো হতো যদি নিউজিল্যান্ড সিরিজে আগে স্কোয়াড ঘোষণা করা যেত। তাহলে খেলোয়াড়রা নিশ্চিন্ত থাকতে পারত। তারা মাঠে যেত, নিজেদের মতো করে খেলতে পারত। ভেতরে ভয় থাকত না যে, বিশ্বকাপের জন্য নির্বাচিত হতে হবে বা এমন কিছু। তবে মনে হচ্ছে না এমন কিছু সম্ভব।’
কিছুদিন আগে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও সংবাদ মাধ্যমকে বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দল অনেকটাই প্রস্তুত আছে। একটা দুইটা জায়গায় বিবেচনা করা হতে পারে। তবে বাজিয়ে দেখার জন্য দুই, তিন ম্যাচের বেশি সময় পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে মাঠের বাইরে তামিম ইকবাল। পুনর্বাসন কাটিয়ে দলে ফেরেননি এখনো। তামিম কি থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে? এমন প্রশ্নে ডমিঙ্গোর জবাব, ‘আমার নজর আসলে এবারের স্কোয়াডে যে ১৯ জন ক্রিকেটার আছে, তাদের নিয়েই। তামিম ফিট হয়ে উঠলেই তখন সেদিকে নজর দেব আমরা। আপাতত এটা নিয়ে খুব একটা ভাবিনি আমি।’