সাকিব-মোস্তাফিজের আইপিএল খেলার প্রশ্নে ইতিবাচক বিসিবি
২৯ আগস্ট ২০২১ ১৮:০৫
আসন্ন আইপিএলের পরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোভিড কালিন সময়ে দুটি টুর্নামেন্টই হবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে আইপিএলকে বিশ্বকাপের ভালো প্রস্তুতি মনে করছেন অনেকে। সেই চিন্তাতেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি (অনাপতিপত্র) চেয়ে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানালেন, তাদের আইপিএলে যাওয়ার বিষয়ে বোর্ড ইতিবাচক।
রোববার (২৯ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘হ্যাঁ, মোস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। আমরা ১ (সেপ্টেম্বর) তারিখ ওই সিদ্ধান্ত নিব।’
সাবেক এই অধিনায়ক তারপরই বোর্ডের ইতিবাচক চিন্তার কথা জানালেন, ‘এটা তো আমাদের জন্য অনেক ভালো সুযোগ যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলবে, যার স্টান্ডার্ড অনেক উঁচু মানের। তো সেখানে যদি ভালো পারফরম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো ওখানে দলের জন্য খুব উপকার হবে। বোর্ড ওদের এনওসির ব্যাপারে পজিটিভ আছে।’
করোনাভাইরাসের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে থাকা এবারের ১৪তম আইপিএল স্থগিত হয়ে যায় গত ৪ মে। ওই সময়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছিল বাংলাদেশ। সাকিব আল হাসান শ্রীলংকা সফরে না গিয়ে আইপিএলে যোগ দিলে বহু কথা উঠেছিল।
আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএল শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর। ওই সময়টাতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর করার কথা ছিল বলে স্থগিত আইপিএলে সাকিব-মোস্তাফিজদের খেলা নিয়ে শঙ্কা ছিল। ইংল্যান্ড সিরিজটা পিছিয়ে দিলে সেই শঙ্কা কেটে যায় অনেকটা। এবার বিসিবিও ইতিবাচক কথা জানালো।
বিসিবির অনুমতি পেলে সাকিব আল হাসান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দুই মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার পর এবার আবারও পুরনো ক্লাব কলকাতায় ফিরেছেন সাকিব। মোস্তাফিজুর রহমান খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।