Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদো ক্লাব ছাড়ছেন, জানালেন জুভেন্টাস কোচ


২৭ আগস্ট ২০২১ ১৮:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ১৯:০০

ক্রিশ্চিয়ানো রোনালদো যে জুভেন্টাস ছাড়তে চাইছেন সংবাদ মাধ্যমে এমন খবর উড়ছে অনেকদিন ধরেই। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, ক্লাব ছাড়ার কথা ইতোমধ্যেই জুভেন্টাসকে জানিয়ে দিয়েছেন রোনালদো। ইতালির ক্লাবটির হয়ে আর অনুশীলন বা মাঠে না নামার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন সিআর সেভেন। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আজ সেটাই নিশ্চিত করলেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ আগস্ট) সংবাদমাধ্যমকে জুভেন্টাস কোচ জানিয়েছেন, তাকে জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোনালদো। ফলে ক্লাবটির আজকের অনুশীলনে অংশ নেননি পর্তুগিজ সুপারস্টার। আগামীকাল রাতে ইম্পোলির বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে জুভেন্টাস। আলেগ্রি জানালেন, ওই ম্যাচ খেলছেন না রোনালদো।

রোনালদো প্রসঙ্গে প্রশ্নের জবাবে জুভেন্টাস কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানোর সাথে কথা হয়েছে আমার। সে জানিয়েছে জুভেন্টাসে থাকার তার কোন ইচ্ছা নেই। সে আজ প্রশিক্ষণ নেননি। আগামীকাল সে দলে থাকবে না। ক্রিশ্চিয়ানো দুর্দান্ত একজন চ্যাম্পিয়ন। আমরা তাকে কেবল ধন্যবাদ জানাতে চাই এবং এগিয়ে যেতে চাই।’

শোনা যাচ্ছে রোনালদো সম্ভাব্য গন্তব্য ইংল্যান্ড। যেখানে থেকে খ্যাতি, জৌলুশ, সম্মান, অর্থকড়ি— পাওয়ার শুরু সেই ম্যানচেস্টার ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্বী ম্যানচেস্টার সিটিতে নাকি হচ্ছে রোনালদোর পরবর্তী ঠিকানা। শোনা যাচ্ছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ বেশ কয়েকবার বৈঠক করেছেন সিটি কর্মকর্তাদের সঙ্গে। সিটিতে নাম লেখাতে নাকি বেতন কমাতেও রাজি হয়েছেন সিআর সেভেন। জুভেন্টাসে মৌসুমপ্রতি ৩ কোটি ১০ লাখ ইউরো পেতেন।

এদিকে ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি দাবি করেন, ম্যানসিটির সঙ্গে দুই বছরের চুক্তি ইতোমধ্যেই হয়ে গেছে। দু-একদিনের মধ্যেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর