Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে রেখে বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন


২৭ আগস্ট ২০২১ ১৬:৪৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ২০:৫২

ঘনিয়ে এসেছে নিউজিল্যান্ড সিরিজ। এদিকে বাংলাদেশও অনুশীলনে নেমে পড়েছে। তিন দিনের হোম কোয়ারেন্টাইন শেষে আজ প্রথম দিনের অনুশীলন সেরেছে টিম বাংলাদেশ। সাকিব আল হাসান বাদে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন সকলেই।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওই দিনই টিম হোটেলে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আজ প্রথম দিনের অনুশীলন করতে নেমেছিলেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সাকিব আল হাসান আজ অনুশীলনে থাকতে পারেননি কোয়ারেন্টাইন শেষ না হওয়ার কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ জানায়, দল ২৪ তারিখ সকালে কোয়ারেন্টাইনে ঢুকলেও পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্র থাকা সাকিব দেশে ফিরেছেন ওই দিন মধ্যরাতে। ফলে তিনদিন পূর্ণ হয়নি তার। আগামী শনিবার দ্বিতীয় দিনের অনুশীলনে নামবে বাংলাদেশ। সাকিবের ওই দিন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

এদিকে নিউজিল্যান্ডেরও আজ অনুশীলন করার কথা রয়েছে। ২৪ তারিখ বাংলাদেশে এসেই কোয়ারেন্টাইনে ঢুকে পড়া কিউইদেরও আজ তৃতীয় দিন পূর্ণ হয়েছে। আজ বিকেলে অনুশীলনে নেমে পড়ার কথা সফরকারীদের।

দুই দলের অনুশীলন চলবে ৩১ তারিখ পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই বিকেল ৪টায় শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

বিজ্ঞাপন

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর