Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সা-বায়ার্ন এক গ্রুপে, মেসিদের প্রতিপক্ষ ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২১ ২৩:৪৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ০১:১৩

২০২১/২২ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার (২৬ আগস্ট)। গ্রুপ পর্বের ড্র’তেই রোমাঞ্চের দেখা মিলেছে। ২০১৯/২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা এবার গ্রুপ পর্বেই মুখোমুখি হবে বায়ার্নের। আর গেল মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হওয়া পিএসজি ও ম্যানচেস্টার সিটিও এবার একই গ্রুপে।

এদিকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ শিরোপাধারী রিয়াল মাদ্রিদের গ্রুপে আছে ইন্টার মিলান। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন চেলসির গ্রুপে আছে জুভেন্টাস। ম্যানচস্টার ইউনাইটেডের গ্রুপে আছে ভিয়ারিয়াল।

বিজ্ঞাপন

তবে গ্রুপ অব ডেথ হিসেবে ইতোমধ্যেই আখ্যা দেওয়া হচ্ছে গ্রুপ ‘বি’কে। এই গ্রুপে আছে ২০১৯ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল। আর তাদের সঙ্গে আছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং এফসি পোর্তো।

এক নজরে দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে—

গ্রুপ ‘এ’: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

গ্রুপ ‘বি’: অ্যাটলেটিকো, লিভারপুল, পোর্তো, এসি মিলান

গ্রুপ ‘সি’: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ ত্রিরাসপুল

গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ

গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল,ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা এবং ইয়াং বয়েজ

গ্রুপ ‘জি’: লিল, সেভিয়া, সালজবার্গ, এবং ভলফসবার্গ

গ্রুপ ‘এইচ’: চেলসি, জুভেন্টাসম জেনিথ সেন্ট পিটার্সবার্গ এবং মালামো

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

২০২১/২২ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর