Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে সমতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ০৯:৪৬

সাবিনা পার্কে উইন্ডিজদের একাই গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০টি উইকেট। তার দুর্দান্ত বোলিংয়েই প্রথম ইনিংসে ১৫০ আর দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ অলআউট হয় ২১৯ রানে। আর তাতেই ১০৯ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ৩২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজরা চতুর্থ দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে। পঞ্চম দিনে তাই রোমাঞ্চের অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত উইন্ডিজ প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানি বোলারদের বিপরীতে।

বিজ্ঞাপন

পঞ্চম দিনে শুরুটা দেখে শুনে করলেও দলীয় ৬৫ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে উইন্ডিজের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে স্বাগতিকদের। মাত্র ১০১ রান তুলতেই পাঁচ ব্যাটার ড্রেসিংরুমে। দিনের প্রথম সেশনেই হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। এরপর জেসন হোল্ডার কিছুটা প্রতিরোধ গড়লে তা কেবল পরাজয়ের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত তিনি ৪৭ রানে বিদায় নিলে পাকিস্তানের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

কিংস্টনের সাবিনা পার্কে উইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দেড় দিন বৃষ্টিতে ভেসে গেলেও চতুর্থ দিন শেষে চালকের আসনে ছিল পাকিস্তান। ফাওয়াদ আলমের শতকের পর শাহিন শাহ আফ্রিদি বল হাতে ৬ উইকেট তুলে নেন। এরপর ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবীয়দের সামনে ৩২৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়েছিলেন বাবর আজম আর ফাওয়াদ আলম। দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শতক হাঁকিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন ফাওয়াদই। এদিকে শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে ৩২৯ রানের লক্ষ্য দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে জ্বলে ওঠেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ইনিংসে ১৭ দশমিক ২ ওভারে ৪৩ রানে নিয়েছেন ৪টি উইকেট। আর প্রথম ইনিংসে ১৭ ওভার ৩ বলে ৫১ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬টি। ১০ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখাই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই পেসারই।

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টেস্ট জয় টেস্ট সিরিজ পাকিস্তানের জয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর