Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও দুই প্রবাসীকে নিয়ে কিরগিজস্তান সফরের দল ঘোষণা


২৪ আগস্ট ২০২১ ১৭:১৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ ১৮:৫৬

কিরগিজস্তানে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। দলে ডাকা হয়েছে প্রবাসী দুই ফুটবলার তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খানকে। ফ্রান্স প্রবাসী মিডফিল্ডার তাহমিদ ফ্রান্সের পঞ্চম স্তরের দল ভের্তু ক্লাবে খেলেন। আর রাহবার ওয়াহেদ কানাডার সেমি প্রফেশনাল ওয়ান লিগ নর্থ টরন্টো নিট্রোস ক্লাবে খেলছেন।

তৃতীয় ও চতুর্থ প্রবাসী বাংলাদেশি হিসেবে জাতীয় দলে ডাক পেলেন এই দুজন। ২০১৩ সালে দলে ডাক পাওয়া ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এখন বাংলাদেশ দলের অধিনায়ক। চলতি বছরের জুনে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও জাতীয় দলে জায়গা পাকা করে ফেলেছেন এরই মধ্যে।

বিজ্ঞাপন

কিরগিস্তান সফরের দলে প্রথমবার ডাকা হয়েছে মোহামেডানের আতিকুজ্জামানকে। আগে কয়েকবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও এবারই প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেলেন তিনি।

দলে চমক উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানা। পাসপোর্ট জটিলতায় বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়া শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিম দলে ফিরেছেন।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে কিরগিজস্তানের মাটিতে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের অপর দলটি ফিলিস্তিন। পাশাপাশি কিরগিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবেন জেমি ডের শিষ্যরা।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: আনিসুর রহমান, শহিদুল আলম, মিতুল মারমা

রক্ষণভাগ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান

বিজ্ঞাপন

মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, তাহমিদ ইসলাম (ফ্রান্স প্রবাসী)

আক্রমণভাগ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ।

জামাল ভুঁইয়া জেমি ডে বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর