Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পাঁচে ওঠার সুযোগ বাংলাদেশের


২২ আগস্ট ২০২১ ১৭:১৯ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৮:৫৪

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে। বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের নিচে। তবে এই স্বস্তিটা ফিকে হয়ে যায় টেস্ট ও টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে চোখ রাখলে। টেস্টে দশ দলের মধ্যে বাংলাদেশ নয়ে, আর টি-টোয়েন্টিতে ১০ নম্বরে। যেখানে আফগানিস্তানের মতো নবীন দল আছে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাত নম্বরে। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এই বেহালদশা কাটানোর সুযোগ বাংলাদেশের সামনে। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিতলে র‌্যাংকিংয়ে বড় উন্নতি হবে টাইগারদের।

বিজ্ঞাপন

এই মুহূর্তে দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৩৪। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটা ৩-২ ব্যবধানে জিতলে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে বসবে বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যবধান ৪-১ হলেও ছয়ে উঠবে মুহমুদউল্লাহ রিয়াদের দল। তবে বাংলাদেশ যদি কিউইদের ৫-০ তে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে এক লাফে পাঁচ নম্বরে উঠে যাবে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের দেশে চেনা কন্ডিশনে খেলবে বাংলাদেশ। নিজেদের দেশে বরাবরই শক্ত প্রতিপক্ষ টাইগাররা। তাছাড়া করোনাকালিন ক্রিকেটে বিশ্বকাপের আগে অনেকটা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। সুযোগটা নিশ্চয় নিতে চাইবে মাহমুদউল্লাহর বাংলাদেশ।

তবে বিষয়টি নিশ্চয় সহজও হবে না। টি-টোয়েন্টিতে অতীতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। দশ ম্যাচ খেলে হেরেছে দশটিতেই।

সব কিছু আগামী ২৪ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টা থেকে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর