Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিন্ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড


২২ আগস্ট ২০২১ ১৬:৫৩

চলতি আগস্টের শুরুতে বাংলাদেশে এসে নাকানিচুবানি খেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে অজিরা। মিরপুরের মন্থর উইকেটে বাংলাদেশি স্পিন ও পেসারদরে স্লো ডেলিভারিগুলোর জবাব খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। এ মাসেই আরেকটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের। কিউইরা পারবেন মন্থর উইকেটে বাংলাদেশি স্পিন সামলাতে? দলটির স্পিনার রাচিন রবীন্দ্র বললেন, মন্থর উইকেটে মানিয়ে নেওয়াটা হবে রোমাঞ্চকর। ভিন্ন পরিকল্পনার কথা বলেছেন কিউই স্পিনার।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে মন্থর উইকেটের ফাঁদ পেতেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলো নিজেদের গতিময় উইকেটে খেলে অভ্যস্ত। দক্ষিণ এশিয়ার মন্থর পিচে বরাবরই সংগ্রাম করতে হয় তাদের। বাংলাদেশে এসে অস্ট্রেলিয়াকেও তেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। নিউজিল্যান্ড নিশ্চয় জানে তাদের জন্যও স্পিন ফাঁদ পাততে পারে বাংলাদেশ। রবীন্দ্র বললেন, অমন উইকেটে মানিতে নিতে মুখিয়ে আছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় বংশোদ্ভূত ২১ বছর বয়সী কিউই তরুণ বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। দলে বড় তারকাদের অনেকেই নেই। রবীন্দ্র’র দলে সুযোগ পাওয়া হয়তো সেই কারণেই। অনেকবার স্কোয়াডে ডাক পেলেও নিউজিল্যান্ডের হয়ে এখনো এক ম্যাচও খেলা হয়নি রবীন্দ্রর। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন। সুবিধা করতে পারেননি অবশ্য সেবার। তবে ওই অভিজ্ঞতাটা এবার কাজে লাগবে মনে করছেন ২১ বছর বয়সী তরুণ।

বলেছেন, ‘এটি অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। কন্ডিশন আমাদের প্রত্যাশার চেয়ে একেবারে ভিন্ন ছিল। সেখান টার্নিং এবং মন্থর উইকেট ছিল। সত্যি বলতে আমরা কখনই এমন উইকেটের মুখোমুখি হইনি। এটি আসলে এক চোখ খোলা রাখার মতো ব্যাপার। সেই অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে। এমনকি আবহাওয়ার মতো ছোট জিনিস এবং আমরা কি খাবার পেতে যাচ্ছি।’

উল্লেখ্য, সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ রাচিন রবীন্দ্র