Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিহীন বার্সা যেন নখদন্তহীন বাঘ

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২১ ১৩:২২ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৩:৩৩

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে পাড়ি জমিয়েছেন। মেসি পরবর্তী বার্সেলোনা স্প্যানিশ লা লিগার ২০২১/২২ মৌসুমের শুরুটা করেছিল দুর্দান্ত। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খেতে হয়েছে কাতালান ক্লাবটিকে। অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের মাঠে মেমফিস ডিপাইয়ের গোলে কোনো রকমে এক পয়েন্ট নিয়ে ফেরে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ম্যাচ শেষে মেসির অভাববোধ করার কথা অকপটেই স্বীকার করে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানান, মেসি চলে যাওয়ায় প্রতিপক্ষ এখন আর বার্সাকে ভয় পায় না।

বিজ্ঞাপন

লিওনেল মেসি পরবর্তী যুগের বার্সেলোনার লা লিগার ২০২১/২২ মৌসুমের শুরুটা হয় স্বপ্নের মতো। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় বার্সা। তবে উড়তে থাকা বার্সা হঠাৎ করে ভূপাতিত। বার্সেলোনাকে টেনে মাটিতে নামাল অ্যাথলেটিক ক্লাব বিলবাও। ঘরের মাঠে যদিও বার্সেলোনার বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিলবাওকে।

এস্তাদিও সান মেমেসে বার্সেলোনার বিপক্ষে প্রথমে লিড নিয়েও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি অ্যাথলেটিক ক্লাব বিলবাও। মেমফিস ডিপাইয়ের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে বার্সেলোনা। শেষদিকে এসে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ম্যাচের অন্তিম মুহূর্তে বল নিয়ে বার্সার ডি-বক্সের দিকেই ঢুকছিলেন অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের নিকো উইলিয়ামস। তাকে রুখতেই পেছন থেকে ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সদ্যই বার্সায় যোগ দেওয়া এই ডিফেন্ডার।

ইনিগো মার্টিনেজের গোলে ম্যাচের ৫০তম মিনিটে লিড নেয় বিলবাও। এরপর ৭৫তম মিনিটে মেমফিস ডিপাইয়ের বাঁ পায়ের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ফ্র্যাঙ্কি ডি ইংয়ের দুর্দান্ত এক চিপ শট গোলপোস্টে লেগে ফিরে আসলে লিড নেওয়া হয়নি বার্সার। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র’তেই লা লিগার দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বার্সাকে।

গোটা ম্যাচে বল দখলে রাখলেও আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল বিলবাওই। তবে লিওনেল মেসি থাকলে হয়তো দৃশ্য হতে পারতো অন্যরকম। তবে মেসি নেই, এ সত্য মেনে নিয়েই খেলতে হবে বার্সাকে। ম্যাচ শেষে আরও একবার সেকথাই মনে করিয়ে দিয়েছেন বার্সা কোচ।

বিজ্ঞাপন

রোনাল্ড কোম্যান বলেন, ‘আমি এসব নিয়ে আসলে কথা বলতে পছন্দ করি না। কিন্তু আমরা কথা বলছি বিশ্বের সেরা খেলোয়াড়ের। আমাদের প্রতিপক্ষ এখন আমাদের অতটা ভয় পায় না। যতটা মেসি থাকতে করত।’

‘আপনি যদি মেসিকে বল পাস করেন সাধারণত সে বল হারাবে না। আর সে অবশ্যই আক্রমণ করবে বল নিয়ে। কিন্তু এখন মেসি আমাদে সঙ্গে নেই। আমরা সেটা আর পরিবর্তন করতে পারব না।’—যোগ করেন কোম্যান।

তবে বিলবাওয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছে তার দল সেজন্য দলের খেলোয়াড়দের প্রশংসা করতেও ভুলেননি কোম্যান।

‘আমরা দুর্দান্ত খেলেছি গোটা ম্যচেই। আমার মনে হয় শুরু থেকে আমরা একটু বেশিই চাপ নিয়ে ফেলেছি। তারা আমাদের উপর চাপ ধরে রেখে দারুণ আক্রমণ করেছে। আমাদের এটা জানতে হবে যে আমরা কখন ছোট পাসে খেলব আর কখন আমরা লং পাস দিয়ে খেলব। বিলবাওয়ের মাঠ থেকে ড্র করে ফিরে আসাটাও আমাদের জন্য বেশ ভালো। কারণ তারা দুর্দান্ত একটি দল।’

সারাবাংলা/এসএস

অ্যাথলেটিক ক্লাব বিলবাও বনাম রিয়াল সোসিয়েদাদ টপ নিউজ বার্সেলোনা বার্সেলোনা বনাম অ্যাথলেটিক ক্লাব মেমফিস ডিপাই রোনাল্ড কোম্যান লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর