Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় জয়ে চ্যাম্পিয়ন ইন্টারের মৌসুম শুরু

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২১ ০০:২৮ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৩:০৯

১১ বছর পর ইতালিয়ান সিরি আ’র শিরোপা পুনরায় ২০২০/২১ মৌসুমে উদ্ধার করে ইন্টার মিলান। তবে মৌসুম শেষে দীর্ঘ প্রায় এক যুগের সিরি আ’র শিরোপা আক্ষেপ ঘুচানো কোচ অ্যান্তোনিও কন্তে ক্লাব ছাড়েন। এরপর দলের সেরা তারকা রোমেলু লুকাকুকে ১১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসির কাছে বিক্রি করে নেরাজ্জুরিরা। এছাড়াও দলের অন্যতম সেরা তারকা আশরাফ হাকিমিকেও পিএসজির কাছে মোটা অঙ্কের অর্থে বিক্রি করে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

দলকে এক যুগ কর শিরোপা জেতানো কোচ সঙ্গে সেরা তারকাদের হারিয়েও মৌসুমের শুরুটা দুর্দান্ত জয়েই করেছে ইন্টার মিলান। সিমিওনে ইনজাঘির অধীনে সিরি আ’তে উদ্বোধনী দিনেই দুর্দান্ত এক জয়ে শুরু করেছে ইন্টার। ঘরের মাঠে জেনোয়াকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে মৌসুমের শুভ সূচনা করেছে শিরোপাধারীরা।

ইন্টারের হয়ে এদিন চার ভিন্ন ভিন্ন খেলোয়াড় চারটি গোল করেন। শুরুতে মিলান স্ক্রিনিয়ার গোল করে দলকে লিড এনে দেন। এরপর একে একে হাকান কালহানগলু, আর্তুরো ভিদাল এবং এডেন জেকো গোল করে ইন্টারকে ৪-০ ব্যবধানের বিশাল জয় এনে দেন।

ম্যাচের হাবভাব বুঝে ওঠার আগেই ষষ্ঠ মিনিটেই জেনোয়ার দুর্দান্ত এক গোলে জড়িয়ে লিড নেয় ইন্টার। কালহানগলুর সুইং করানো কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেড করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। তার দুর্দান্ত হেডার ফেরানোর সুযোগই পায়নি জেনোয়ার গোলরক্ষক। ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই ইন্টারের কাছে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে জেনোয়া।

এরপর ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের যোগানদাতা হাকান কালহানগলু। রোমা থেকে সদ্যই ইন্টারে যোগ দেওয়া এডেন জেকোর অ্যাসিস্ট থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন কালহানগলু। ২০০৬ সালে জ্লাতান ইব্রাহিমোভিচের পর প্রথম কোনো ইন্টার মিলানের খেলোয়াড় নিজের অভিষেক ম্যাচেই গোল এবং অ্যাসিস্ট করলেন কালহানগলু।

প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে ইন্টার। এরপর বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মকই খেলতে থাকে নেরাজ্জুরিরা। দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিটে এসে মেলে তৃতীয় গোলের দেখা। এডেন জেকোর নেওয়া শট কোনো রকমে ফেরান জেনোয়া গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে যান নিকোলা বারেল্লা। ব্যাকহিলে ডি-বক্সের ভেতর থাকা আর্তুরো ভিদালের দিকে বল বাড়ান বারেল্লা। স্পট কিকের কাছাকাছি জায়গা থেকে বল জালে জড়াতে একচুলও ভুল করেননি সাবেক বার্সেলোনা ও জুভেন্টাসে খেলা এই তারকা। আর তাতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

গোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলতে থাকা এডেন জেকো একটি অ্যাসিস্ট করলেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন। ম্যাচের শেষ দিকে এসে পেয়ে যান আকাঙ্খিত গোলটিও। ৮৭তম মিনিটে আর্তুরো ভিদালের দারুণ এক বল ডি-বক্সের ভেতর থেকে হেডে জালে জড়িয়ে অভিষেক রাঙান এডেন জেকো। সেই সঙ্গে হাকান কালহানগলুর সঙ্গে সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচের পাশে নাম লেখান এডেন জেকোও।

শেষ পর্যন্ত সিরি আ’র উদ্বোধনী দিনে জেনোয়াকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে ২০২১/২২ মৌসুমের শুভ সূচনা করে চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান সিরি আ ইন্টার মিলান ইন্টার মিলান বনাম জেনোয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান সিরি আ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর