Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে শ্রীলংকায় সিরিজ খেলবে আফগানিস্তান-পাকিস্তান


১৯ আগস্ট ২০২১ ১৯:৪২

আফগানিস্তানে এখন থমথমে পরিস্থিতি। রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন তালেবানরা। এতে দেশটির ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তালেবান খেলোধুলাকে কীভাবে দেখবেন সেটা অনেকের ভাবনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের আসন্ন সিরিজটা পড়েছে বড় শঙ্কার মুখে। তবে দুই বোর্ডের সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, যথাসময়েই মাঠে গড়াবে সিরিজটি।

বিজ্ঞাপন

পূর্ব ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এই সিরিজে স্বাগতিক আফগানিস্তান। আফগান বোর্ড সিরিজটি শ্রীলংকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে, তালেবান বাঁধার শঙ্কা কাটিয়ে যথাসময়ে শ্রীলংকাতেই আয়োজিত হতে সিরিজটি।

একদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিজ খেলতে শিগগিরই শ্রীলংকায় রওনা দিবে আফগানিস্তান ক্রিকেট দল। তালেবানদের সবুজ পাওয়ার পর এই সিরিজকে সামনে রেখে কাবুলে প্রস্তুতিও শুরু করেছে আফগানিস্তানের ক্রিকেটাররা।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেও মিলল সবুজ সংকেত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) পিসিবির মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান ও আফিগানিস্তানের সিরিজ শ্রীলঙ্কায় হবে। তালেবানের নীতি নির্ধারকরা সিরিজটি নিয়ে সবুজ সংকেত দিয়েছে। আমরা আমাদের আগের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। দ্রুতই আমরা স্কোয়াড ঘোষণা করবো।’

১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলংকার হাম্বানটোটায়। উল্লেখ্য, এই সিরিজের ম্যাচ তিনটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ফলে সিরিজটি বাড়তি গুরুত্ব পাচ্ছে দুই দলের কাছেই।

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ তালেবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর