Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান ক্রিকেটের ভবিষ্যৎ কী


১৬ আগস্ট ২০২১ ১৮:১৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২১ ১১:৪৭

মাস দুই পর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সেরা আয়োজন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেকে বলছেন আফগানিস্তান হতে পারে আসন্ন বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর রহমানসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছে আফগানিস্তানে, যারা কিনা একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। তাছাড়া কন্ডিশনও আফগানদের সহায়তা করার কথা। কিন্তু আফগানরা বিশ্বকাপে কেমন করবেন সেই ভাবনা একপাশে রেখে এই মুহূর্তে প্রশ্ন রশিদ খান, মোহাম্মদ নবিরা বিশ্বকাপ খেলতে পারবেন তো?

বিজ্ঞাপন

শুধু বিশ্বকাপ নয়, আফগান ক্রিকেটের ভবিষ্যত নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকদিন যাবত ক্রিকেটের নতুন শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে আফগানিস্তানকে। টি-টোয়েন্টিতে অন্যতম শক্তিধর তারা। ওয়ানডেতেও যে বড় দলকে হারানোর সামর্থ আছে সেটা অনেকবার প্রমাণ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। আইসিসির টেস্ট পরিবারেরও নতুন উজ্জ্বল সদস্য দেশটি। তালেবানদের উত্থানে সেই দেশের ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

বিজ্ঞাপন

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারে, এমন ইঙ্গিত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছে। দিন যতো এগুচ্ছে এর সত্যতা আরও গাঢ় হচ্ছে। একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছেন তালেবানরা। রাজধানী কাবুলের চারদিকেও ঘিরে ফেলার দাবি করেছেন তালেবানরা। তাদের হাতে নাকি প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণও চলে গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো বলছে কাবুল ছেড়ে তাজিকিস্তানে চলে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাাফ গনি। তালেবানদের দখলদারত্বে পুরো আফগানিস্তান জুড়েই চলছে নৈরাজ্য। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন। বেশ কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামও দখল করে নিয়েছেন তালেবান যোদ্ধারা। এমন যখন অবস্থা তখন স্বাভাবিক ভাবেই দেশটির ক্রীড়াঙ্গন নিয়ে প্রশ্ন উঠছে।

আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ব নেতাদের কাছে সহাযোগিতার আহ্বান জানিয়েছেন ‘দ্যা হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে অবস্থান করা রশিদ খান, মোহাম্মদ নবিরা। টুইটারে রশিদ খান লিখেন, ‘আমার দেশে নৈরাজ্য চলছে। প্রতিদিন নারী, শিশুসহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হাজারো পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন অবস্থায় ছেড়ে যাবেন না। আফগান হত্যা বন্ধ করুন। আফগান পতাকা ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।’

মোহাম্মদ নবি টুইট করেছেন, ‘আফগান হিসেবে আমার প্রিয় দেশকে এমন অবস্থায় দেখে রক্তক্ষরণ হচ্ছে আমার। আফগানিস্তানে নৈরাজ্য চলছে, বিশৃঙ্খলা বেড়ে গেছে, ট্র্যাজেডি বেড়ে গেছে। মানবতা আজ সংকটাপন্ন সেখানে। মানুষ ঘরছাড়া হয়ে কাবুলে অনিশ্চিত ভবিষ্যতের পথে পাড়ি জমাচ্ছে। আমি বিশ্বের নেতাদের কাছে আবেদন করি, তাঁরা যাতে আফগানিস্তানকে এমন অবস্থায় ছেড়ে না যান। আপনাদের সমর্থন প্রয়োজন আমাদের। আমরা শান্তি চাই।’

এদিকে এক শীর্ষ তালেবান নেতা অবশ্য জানিয়েছেন, তারা ক্রিকেটের বিরোধী নয়। তারা ক্রিকেটের আরও উন্নতি করবে বলেও মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের একটি সংবামাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তালেবান নেতা বলেন, ‘আমরা ক্রিকেটের বিরোধী নই, আমরা বরং ক্রিকেটের আরও উন্নতি করব। ভুলে গেলে চলবে না, আফগানিস্তানে ক্রিকেট আমরাই এনেছিলাম।’

এসব আলোচনার মধ্যে আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান বলেছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। বিশ্বকাপের লক্ষ্যে প্রতিবন্ধকতার মধ্যেও অনুশীলন শুরু করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সংস্থা ‘এএনআই’কে হিকমত হাসান বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। সেই প্রস্তুতি চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে ট্রেনিং শুরু হবে।’

আফগানিস্তান ক্রিকেট তালেবান মোহাম্মদ নবি রশিদ খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর