স্পার্সের কাছে হেরে মৌসুম শুরু চ্যাম্পিয়ন ম্যানসিটির
১৫ আগস্ট ২০২১ ২৩:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ২৩:৪৮
টটেনহাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২১/২২ মৌসুম শুরু ম্যানচেস্টার সিটি। আর শুরুর ম্যাচেই স্পার্সের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে বসেছে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন হিউং মিন সন।
এই ম্যাচ দিয়ে সিটিজেনদের জার্সিতে প্রিমিয়ার লিগে অভিষেক ঘটল ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের জ্যাক গ্রিলিশ। আর সদ্যই আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর।
ম্যাচের শুরু থেকেই টটেনহাম হটস্পার্স স্টেডিয়ামে বল দখলে রেখে আক্রমণ সাঁজাতে থাকে ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশ, রহিম স্টার্লিং, ফারান তোরেস আর রিয়াদ মাহারেজদের নিয়ে গড়া আক্রমণভাগ একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। তবে শেষটা টানতে পারছিল না সিটিজেনরা।
ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ১০০ মিলিয়ন পাউন্ডের জ্যাক গ্রিলিশের বাড়ানো বল পেয়ে যান মেন্ডি। বাঁ দিক থেকে ডি-বক্সে ক্রস করেন মেন্ডি, দৌড়ে এসে বল বিপদমুক্ত করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হন স্পার্স গোলরক্ষক হুগো লরিস। আর সেখানে বল পেয়ে হেড করেন ফার্নান্দিনহো কিন্তু বল বেরিয়ে যায় গোলপোস্টের বাইরে দিয়ে।
বলের দখলে সিটি এগিয়ে থাকলেও প্রতি আক্রমণে সিটির রক্ষণকে ভয় দেখাচ্ছিল হিউং মিন সনরা। ২৪তম মিনিটে সনের ফ্রিকিক থেকে আসা বল যেন পড়তেই পারেননি সিটি গোলরক্ষক এডারসন। ডি-বক্সে ডেভিনসন সানচেজের হেড করা বলে পেয়ে যান লুকাস মোউরা। কিন্তু তার নেওয়া শট ব্লক করেন ইয়াকি গুন্দোয়ান।
৩৫তম মিনিটে রিয়াদ মাহারেজের দারুণ এক ভলি গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। আর প্রথমার্ধের শেষ দিকে আবারও প্রতি আক্রমণে সিটির রক্ষণের পরীক্ষা নেয় স্পার্স। তবে সনের নেওয়া শট ক্যান্সেলোর শরীর স্পর্শ করে গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
বিরতির পর ফিরেই ম্যাচে লিড নেয় স্পার্স। ৫৫তম মিনিটে প্রতি আক্রমণে নিজেদের ডি-বক্স থেকে বল নিয়ে সিটির গোল বরাবর এগিয়ে যান স্টিভেন বারজওয়াইন। এরপর ডান দিক দিয়ে দৌড়ে আসা সনের উদ্দেশে দারুণ এক পাস বাড়ান তিনি। ডান প্রান্ত থেকে বল নিয়ে ডি-বক্সের কোণায় ঢুকে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে শট করেন। সিটি গোলরক্ষক এডারসনের ঠিক সামনে থাকা ডিফেন্ডার রুবেন ডিয়াজ শট ব্লক করতে গিয়ে এডারসনের সামনের দৃশ্য আটকে দেন। আর তাতেই বল ঢুকে পড়ে জালে, স্পার্স লিড নেয় ১-০ গোলের ব্যবধানে।
গোল হজম করেই আক্রমণের ধার বাড়ায় সিটি। ৬০তম মিনিটে নাথা একের দারুণ এক হেড কোনো রকমে ফেরান হুগো লরিস। এর মিনিট পাঁচেক পর গুন্দোয়ানের ফ্রিকিক থেকে বল পেয়ে শট নেন ক্যান্সেলো কিন্তু তার শট সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরা হয়নি সিটিজেনদের।
খেলার ৭৯ মিনিটের মাথায় রিয়াদ মাহারেজের বদলি হিসেবে মাঠে নামেন কেভিন ডি ব্রুইন। আর মাঠে নেমেই একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকেন এই বেলজিয়ান। ৮৪তম মিনিটে জ্যাক গ্রিলিশের দারুণ এক বল নিয়ন্ত্রণে নিয়ে দূর পোস্টে শট নেন ডি ব্রুইন কিন্তু তার শট ঝাঁপিয়ে পড়ে ফেরান লরিস। শেষ দিকে সিটি আরও কিছু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি। এতেই মৌসুমের প্রথম ম্যাচেই টটেনহাম হটস্পার্স ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। আর হার দিয়ে মৌসুম শুরু হয় চ্যাম্পিয়ন ম্যানচস্টার সিটির।
সারাবাংলা/এসএস
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি টটেনহাম হটস্পার্স বনাম ম্যানচস্টার সিটি