Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত হালান্ডে উড়ন্ত শুরু বরুশিয়ার

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২১ ০০:২৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ ০০:৩৮

গেল মৌসুমটা ঠিক যেখানে শেষ করেছিলেন ২০২১/২২ মৌসুমের শুরুটাও ঠিক সেখান থেকেই করলেন এর্লিং হালান্ড। বুন্দেস লিগায় নিজেদের প্রথম ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেয় বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড। দলের পাঁচ গোলের মধ্যে চারটিতেই সরাসরি জড়িত ছিলেন হালান্ড। নামের পাশে এদিন জোড়া গোল করার সঙ্গে সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।

বিজ্ঞাপন

ম্যাচের ২৩তম মিনিটে দুর্দান্ত প্রতি আক্রমণে বল নিয়ে ফ্রাঙ্কফুর্টের ডি-বক্সে ঢুকে পড়েন হালান্ড। সেখান থেকে ব্যাক হিলে বল পাস করেন মার্কো রয়েসকে। ডি-বক্সে বল পেয়ে দারুণ এক গোলে বরুশিয়াকে লিড এনে দেন রয়েস। লিড নেওয়ার মাত্র চার মিনিটের মাথায় ফেলিক্স পাসল্যাকের আত্মঘাতী গোলে লিড হারায় বরুশিয়া। তবে বেশিক্ষণ আর সমতায় থাকতে পারেনি ফ্রাঙ্কফুর্ট।

খেলার সময় আধা ঘণ্টা ছুঁতে না ছুঁতেই আবারও লিড নেয় স্বাগতিকরা। ৩২তম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে হালান্ডের বাড়ানো বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন থোরগান হ্যাজার্ড। তাতেই ২-১ গোলের ব্যবধানে লিড নেয় বরুশিয়া। মিনিট খানেক পর লিড বাড়ান হালান্ড। সতীর্থদের দিয়ে দুই গোল করিয়ে এবার নিজেই পেয়ে যান গোলের দেখা।

৩৩তম মিনিটে মার্কো রয়েসের হেড দিয়ে বাড়ানো বল ডি-বক্সের বাইরে পেয়ে যান হালান্ড। আর ডি-বক্সের বাইরে থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে এনেই বাঁ পায়ের দারুণ এক শটে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন হালান্ড। ৩-১ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বরুশিয়া।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা ধরে রাখে বরুশিয়া। ম্যাচের ৫৭তম মিনিটে আক্রমণের ফলও আসে হাতেনাতে। ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান গিওভানি রেইনা। তাতেই খেলার সময় এক ঘণ্টা স্পর্শ করার আগেই ৪-১ গোলে লিড নেয় বরুশিয়া।

তিন গোলে লিড নিয়েও ক্ষান্ত হয়নি হলুদ-কালোরা। ম্যাচের ৬৯তম মিনিটে মার্কো রয়েসের অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। তাতেই দলের পাঁচ গোলের মধ্যে চারটিতেই নিজের নাম লেখান হালান্ড।

ম্যাচের শেষ দিকে এসে একটি গোল পরিশোধ করেন নেস পেটার হগ। তবে তাতে ব্যবধান ৫-১ থেকে কমে হয় ৫-২। শেষ পর্যন্ত এর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ২০২১/২২ মৌসুমের উড়ন্ত সূচনা হয় বরুশিয়া ডর্টমুন্ডের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

এর্লিং হালান্ড জার্মান বুন্দেস লিগা বরুশিয়া ডর্টমুন্ড বনাম ফ্রাঙ্কফ্রুট বুন্দেস লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর