Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ


১৩ আগস্ট ২০২১ ২১:৩৭

সাফ গেমসের আগে জাতীয় দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের খুব চেষ্টা করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনেক চেষ্টার পর ব্যাটে-বলে মিলল। সাফের আগে কিরগিজস্তানে গিয়ে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিরগিজস্তান জাতীয় দল, ফিলিস্তিন জাতীয় দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কিরগিজস্তান অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে আরেকটি ম্যাচ।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সভা শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

বিজ্ঞাপন

৫ সেপ্টেম্বর কিরগিজস্তানের মাটিতে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান জাতীয় দল। ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

এদিকে, আজ সকালে ঢাকা এসে পৌঁছেছেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনিও। বলেছেন এই তিন ম্যাচ সাফের প্রস্ততিতে বড় ভূমিকা রাখবে, ‘কিরগিজস্তানের মাটিতে জাতীয় দল তিনটি ম্যাচ খেলবে, যা অক্টোবরে হতে যাওয়া সাফের প্রস্তুতিতে ভালোই কাজে আসবে। আমরা এই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে চাইব।’

উল্লেখ্য, মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ গেমস। এবারের টুর্নামেন্টে অংশ নিবে পাঁচটি দল। ভূটান শেষ মুহূর্তে এসে নাম প্রত্যাহার করেছে।

বাফুফে বাংলাদেশ ফুটবল সাফ গেমস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর