Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন গিবস


১৩ আগস্ট ২০২১ ১৬:৫৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ ১৭:৩৬

দিন যতো যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও ঘনিয়ে আসছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। আরব আমিরাতের পিচ সাধারণত স্পিনবান্ধব। সে হিসেবে দক্ষিণ এশিয়ার দলগুলো তুলনামূলক বেশিই সুবিধা পাবে। কাদের হাতে উঠবে বিশ্বজয়ী ট্রফি? অন্যতম ফেভারিট হিসেবে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত, পাকিস্তান এবং বর্তমানের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের নাম বলেছেন হার্শেল গিবস। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির ফেভারিটদের তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সম্প্রতি সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। সর্বশেষ আট টি-টোয়েন্টির মধ্যে ছয়টিই জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। জিম্বাবুয়েত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জেতার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা আছেন দুর্দান্ত ফর্মে। মন্থর উইকেটে যারা কিনা বরাবরই ভয়ঙ্কর। আরব আমিরাতের পিচও বেশ মন্থর।

বিজ্ঞাপন

সে হিসেবেই হয়তো ফেভারিটদের তালিকা করতে গিয়ে বাংলাদেশের কথা মনে পড়ে গেল দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার গিবসের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট জানতে চাইলে গিবস বলেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছুই বলতে পারেন না। শ্রীলঙ্কা ও বাংলাদেশও যেকোনো কিছু করে ফেলতে পারে।’

ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের কথাই জোড় দিয়ে বলেছেন গিবস। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই টি-টোয়েন্টিতে ভয়ঙ্কর। ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার মতো বেশ কয়েকজন ক্রিকেটার আছে দলটিতে। তবে আরব আমিরাতের মন্থর উইকেটে ক্যারিবিয়ানদের পেশিশক্তি খুব একটা কাজে আসবে বলে মনে করছেন না গিবস।

বলেছেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’

টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট হার্শেল গিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর