Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজিতেই যাচ্ছেন মেসি, বললেন মেসির বাবা


১০ আগস্ট ২০২১ ১৮:৫৩ | আপডেট: ১১ আগস্ট ২০২১ ০০:১৭

৩৬০ ডিগ্রি অবস্থান পাল্টে বার্সেলোনা যখন ঘোষণা দিল লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি সম্ভব না, তারপর থেকেই ছয় বারের বর্ষসেরা ফুটবলারের সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি উঠেছে পিএসজির নাম। শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটিতেই নাম লেখাচ্ছেন মেসি, নিশ্চিত করেছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) প্যারিসে গিয়ে পৌঁছার কথা মেসির। প্যারিস যাত্রার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে তিনি বলেন, ‘হ্যাঁ, লিও (মেসি) আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।’ পাশাপাশি মেসির বার্সা ছাড়ার প্রসঙ্গে বার্সেলোনাকেই দুষেছেন তিনি। মেসি কেন বার্সেলোনা ছাড়লেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ক্লাবের মানুষদের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজুন।’

বিজ্ঞাপন

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো অবশ্য আগেই অনেকটা নিশ্চিত করেছিলেন তাদের প্যারিস যাত্রার বিষয়টি। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসিসহ এক ছবি দিয়ে লিখেন, ‘এক নতুন অভিযানের উদ্দেশ্যে, সবকিছু নিয়ে!’

গতবছর নিজে থেকেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মত পাল্টে বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মনে হচ্ছিল, বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এর মধ্যে কদিন আগে বার্সেলোনার পক্ষ থেকে হঠাৎ করেই জানিয়ে দেওয়া হয়, আর্থিক টানপড়নের কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি সম্ভব হচ্ছে না।

গত রোববার সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত চোখে প্রিয় ক্লাবকে বিদায় বলে দেন মেসি। মাত্র ১৩ বছর বয়সে এসেছিলেন বার্সেলোনায়। ২১ বছর পর ছাড়তে হলো সেই ক্লাব। এই সময়ে বার্সার মুল দলের হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলারটি।

বিজ্ঞাপন

টপ নিউজ পিএসজি বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর