Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: ব্যাটিং-বোলিংয়ে সেরা যারা


১০ আগস্ট ২০২১ ১৬:৫৪ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১৭:১২

আরেকটা সফল সিরিজ শেষ হলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে আগে একটা জয়ও ছিল না টাইগারদের। সেই দলটার বিপক্ষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চারটিতেই জিতল বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটে বাংলাদেশি বোলিংয়ের কোন জবাবই দিতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যাটিংয়েও অজিদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। সিরিজ শেষে চলুন দেখা যাক ব্যাটিং-বোলিংয়ে কারা বেশি আলো ছড়িয়েছেন, সেরা পাঁচে কে কে আছেন।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চারটিতেই রান পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুবরাও গুরুত্বপূর্ণ সময়ে রান করেছেন। বোলিংয়ে নতুন বলে নিয়মিত উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমানরা ছিলেন ক্ষুরধার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অস্ট্রেলিয়ানরা শীর্ষে থাকলেও সেরা পাঁচে সফরকারীদের একজন করেই আছেন।

বোলিং উপযোগী উইকেটে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে মার্শের নাম। পাঁচ ম্যাচে ৩১.২০ গড়ে ১৫৬ রান করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার, তার সর্বোচ্চ রানের ইনিংস ৫১। দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। পাঁচ ম্যাচে ২২.৮০ গড়ে ১১৪ রান করেছেন সাকিব। তিনে আছেন আফিফ হোসেন ধ্রুব। পাঁচ ম্যাচের চারটিতে ব্যাটং করে ১০৭ রান করেছেন তরুণ তারকা, গড় ২৭.২৫। চার নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ ম্যাচে ১৮.২০ গড়ে ৯১ রান করেছেন তিনি। সেরা পাঁচের অপরজন তরুণ ওপেনার নাইম শেখ। ১৮.২০ গড়ে তিনিও করেছেন ৯১ রান।

বোলিংয়ে সবার ওপরে জস হ্যাজেলউড। নাসুম আহমেদের সমান আট উইকেট পেলেও একটা ম্যাচ কম খেলায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার। ৫.৪২ ইকোনোমিতে ১০.৬২ গড়ে ৮ উইকেট নিয়েছেন অজি পেসার। দুই নম্বরে থাকা নাসুম ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। গড় ১১.৫০, ইকোনোমি ৫.১১। তিন নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচে মাত্র ৮.৫৭ গড়ে উইকেট নিয়েছেন ৭টি। ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র ৩.৫২ করে।

চারে আছেন বাংলাদেশের আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম। চার ম্যাচে ১১.৮৫ গড়ে ৬.৩৮ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৭টি। পাঁচ নম্বরে থাকা সাকিব আল হাসান নিয়েছেন সাত উইকেট। গড় ১৮.১৪, ইকোনোমি ৬.৪৫।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচ জিতলেও পঞ্চম ম্যাচটা জিতে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচের হাইলাইটস দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মাহমুদউল্লাহ মিচেল মার্শ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর