Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির মতো কেঁদেছিলেন জ্যাক গ্রিলিশও

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২১ ১০:৪১ | আপডেট: ১০ আগস্ট ২০২১ ১০:৪৪

২১ বছর পর বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। তাই তো বিদায়ী সংবাদসম্মেলনে এসে ধরে রাখতে পারেননি চোখের পানি। অঝরে কাঁদলেন মেসি। যা দেখে আবেগাপ্লুত গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা। অন্যদিকে সদ্যই রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়য়ে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ইংলিশ তরুণ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ জানান, শৈশবের ক্লাব ছাড়তে তার চোখ থেকেও মেসির মতো পানি ঝরেছে।

২৫ বছর বয়সী জ্যাক গ্রিলিশের শৈশবের ক্লাব অ্যাস্টন ভিলা। বয়সভিত্তিক দল থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগের ঝলমলে টার্ফ পর্যন্ত গ্রিলিশের পদচারণা এই ক্লাবের হাত ধরেই। অ্যাস্টন ভিলাতেই দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্রিটিশ রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়য়ে নাম লিখিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। তার জন্য সিটিজেনদের গুনতে হয়েছে পাক্কা ১০০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ১১৮ মিলিয়ন ইউরো।

বিজ্ঞাপন

ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দামী খেলোয়াড় তো বটেই, গ্রিলিশ এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেরও সবচেয়ে দামী খেলোয়াড়।

ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এই প্রথম সংবাদসম্মেলনে এসে গ্রিলিশ জানালেন দীর্ঘ ১৯ বছরের সম্পর্ক যে ক্লাবের সঙ্গে তাদের ছেড়ে আসতে ঠিক মেসির মতোই কষ্ট হয়েছে তার।

‘সবাই দেখেছে মেসি তার শেষ সংবাদসম্মেলনে কেমন ছিল। ঠিক এমনটাই আমার মনে হচ্ছিল। যখন আমি দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের বিদায় জানাচ্ছিলাম তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি।’

গ্রিলিশ আরও বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মধ্যে একটি ছিল অ্যাস্টন ভিলা ছেড়ে আসা। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় সামনে এগিয়ে যাওয়ার। আমি সবসময় বলেছি যে আমি চ্যাম্পিয়নশ লিগ খেলতে চাই। কিন্তু ভিলার হয়ে আমি এবছর তা পারিনি।’

বিজ্ঞাপন

সিটিতে ভিড়ে স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন গ্রিলিশ। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি শিরোপা জিততে। এবং চ্যাম্পিয়নস লিগ খেলতে। আর আমার নজরও সেদিকেই থাকবে।’

সারাবাংলা/এসএস

অ্যাস্টন ভিলা ক্লাব ছেড়েছেন জ্যাক গ্রিলিশ টপ নিউজ বার্সা ছেড়েছেন মেসি ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর