Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই পরিবর্তন নিয়ে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ


৯ আগস্ট ২০২১ ১৭:৪৫ | আপডেট: ৯ আগস্ট ২০২১ ১৭:৪৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চমটিতেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি। আজ দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

সিরিজে জয়-পরাজয় নির্ধারন হয়েছে আগেই। ফলে শোনা যাচ্ছিল সিরিজের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আজ একাদশে চার পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। কিন্তু চারটি নয়, বাংলাদেশের একাদশে আজ দু্ই পরিবর্তন।

বিজ্ঞাপন

তরুণ শামীম হোসেন পাটোয়ারীর জায়গায় ডাকা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। তরুণ পেসার শরিফুল ইসলামের জায়গায় ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ওদিকে, চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি জিতেছে বাংলাদেশ। একদিন আগে চতুর্থ ম্যাচটা জিতেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার),বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

বিজ্ঞাপন

টপ নিউজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর