Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একশ পেরুতেই শেষ বাংলাদেশ


৭ আগস্ট ২০২১ ১৯:৩৬ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ২১:৪৭

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে শুরু থেকেই রাজত্ব করছেন বোলাররা। মিরপুরের মন্থর উইকেটে আজ অস্ট্রেলিয়ান বোলারদের ধার ছিল আরও বেশি। যাতে ১০৪ রানেই শেষ বাংলাদেশ।

শনিবার (৭ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে বাংলাদেশ।

গত ম্যাচের মতো টস জিতে আজও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের তিন ম্যাচের  মতো আজও শুরুটা ভালো হয়নি। ফের ব্যর্থ ওপেনার সৌম্য সরকার (১০ বলে ৮)।  তিনে নেমে ওপেনার নাইম শেখকে নিয়ে ভালোই এগুচ্ছিলেন সাকিব আল হাসান।

কিন্তু দলীয় ৪৮ রানের মাথায় সাকিব ১৫ রান করে ফিরতেই যেন মড়ক লাগল বাংলাদেশের ইনিংসে! মিচেল সুইপশন হঠাৎ-ই দুর্ভেদ্য হয়ে উঠলেন। সম্প্রতি সময়ে অস্ট্রেলিয়া দলে স্পিন বিভাগের সবচেয়ে বড় নাম অ্যাডাম জাম্পার বদলে একাদশে সুযোগ মিলেছিল সু্ইপশনের। টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর সিদ্ধান্ত যে সঠিকই নিয়েছিলেন দারুণভাবে তা প্রমাণ করলেন তরুণ স্পিনার।

১৭ রানের ব্যবধানে মাহমুদউল্লাহ (০), ‍নুরুল হাসান সোহান (০) ও নাইম শেখকে তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদিরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেখান থেকে আর দলকে টেনে তুলতে পারেননি।

অল্প রানে গুটিয়ে যাওয়ার দিনে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার নাইম শেখ। ৩৬ বলে ২টি চারে ২৮ রান করেছেন তিনি। আফিফ ১৭ বলে ২০, শেখ মেহেদি ১৬ বলে ২৩ রান করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে সাহায্য করেছেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার পক্ষে সুইপশন ৪ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। অ্যান্ড্র টাই ৩ ওভারে ১৮ রানে নিয়েছেন তিন উইকেট। জস হ্যাজেলউড ২৪ রানে নিয়েছেন দুই উইকেট।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

 

আফিফ হোসেন ধ্রুব নাইম শেখ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর