Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে আবারও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ


৭ আগস্ট ২০২১ ১৭:৫১ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১৭:৫৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গত ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শনিবার (৭ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়া দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস ও অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পাকে বিশ্রাম দেওয়া হয়েছে। জাম্পার বদলে প্রথমবার একাদশে জায়গা দেওয়া হয়েছে মিচেল সোয়েপশনকে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিই জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

বিজ্ঞাপন

টপ নিউজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর