মোস্তাফিজের বোলিং দেখে তার মাথা ঘুরছে!
৭ আগস্ট ২০২১ ১৭:০১ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১৭:৩২
মন্থর উইকেটে ছন্দে থাকা মোস্তাফিজুর রহমান বিশ্বের অন্যতম সেরা বোলার, এমন কথা অনেকে অনেকবারই বলেছেন। অস্ট্রেলিয়ালিয়ানরা আগে সেটা বিশ্বাস করেছেন কিনা কে জানে, তবে কদিন ধরে ভালোভাবেই টের পাচ্ছেন তারা! অস্ট্রেলিয়ার বিপক্ষে অতীতে টি-টোয়েন্টি ফরম্যাটে জয় ছিল না বাংলাদেশের। অথচ চলতি সিরিজে চার দিনের ব্যবধানে অজিদের টানা তিনবার হারাল বাংলাদেশ! অজিদের এমন ভরাডুবির বড় কারণ ছন্দে থাকা মোস্তাফিজ। এই মোস্তাফিজের বোলিং দেখে রীতিমতো মাথা ঘুরছে ভারতের সাবেক তারকা ওপেনার ওয়াসিম জাফরের! জাফরের কথায়, গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজের স্পেলটি ছিল ‘পাগল করে দেওয়া’।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চার ওভারে মাত্র ১৬ রান খরচ করে গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে ২৩ রান দিলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন তিনটি। স্লগ ওভারে অজিদের বেধে রেখেছিলেন কাটার, স্লোয়ারে। করোনাকে পাশ কাটিয়ে ক্রিকেট মাঠে ফেরার পর থেকেই মোস্তাফিজের কাটার, স্লোয়ারে বাড়তি ধার দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো প্রদর্শনী দেখা যাচ্ছে চলতি সিরিজে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে কী বোলিংটাই না করলেন মোস্তাফিজ!
উইকেট পাননি, কিন্তু চার ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ৯টি। মোস্তাফিজের কোনো ডেলিভারি থেকেই একের বেশি রান নিতে পারেননি প্রতিপক্ষরা। অর্থাৎ নয় বলে নয়টি সিঙ্গেল বাকি ১৫ বল ডট। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটারে লিখেছে, ‘উইকেট না পাওয়া কারও এর চেয়ে ভালো বোলিং খুব বেশি দেখতে পাবেন না।’
জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো টুইটে লিখেছে, ‘উইকেট না নিয়েও কীভাবে ম্যাচের ভাগ্য গড়ে দিতে হয়, সেটার মাস্টারক্লাস দেখা গেল।’
কাল নিজের কোটার প্রতিটি ওভারেই মুগ্ধ করেছেন বাংলাদেশি পেসার। তার কাটার-স্লোয়ারের কোনো জবাবই যেন ছিল না অজিদের। প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে এসে রান দিয়েছিলেন মাত্র ৩টি। মোস্তাফিজ ঝলক দেখিয়েছেন নিজের বাকি তিন ওভারেও।
বাংলাদেশের ১২৭ রানের জবাব দিতে নেমে প্রথম ১২ ওভারে ১ উইকেটে ৬৮ রান তুলে কোমড় শক্ত করে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ১৩তম ওভারে তখন মোস্তাফিজকে আক্রমণে আনলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্য ফিজ ওই ওভারে রান দিলেন মাত্র ১টি, অস্ট্রেলিয়ার রান তোলার গতি তাতে কমে গেল।
তবে মিচেল মার্শ দলকে টানছিলেন দারুণভাবে। ১৭তম ওভারে আবারও মোস্তাফিজের হাতে বল তুলে দিলেন মাহমুদউল্লাহ। মার্শ-অ্যালেক্স ক্যারিকে ওই ওভার থেকে মাত্র ৩ রান নিতে দিয়েছেন মোস্তাফিজ, অস্ট্রেলিয়ার চাপ সেখান থেকে বাড়তে শুরু করে। রিকোয়ার রানরেট বাড়তে থাকে। শেষ ২ ওভারে জয়ের জন্য ২৩ রান লাগত অস্ট্রেলিয়ার। তাদের হাতে তখন ৬ উইকেট। কঠিন হলেও এমন সমীকরণ আধুনিক টি-টোয়েন্টিতে মেলাতে দেখা যায় হরহামেশাই।
কিন্তু ১৯তম ওভারে বোলিং করতে এসে মোস্তাফিজ দিলেন মাত্র ১টা রান! দুর্দান্ত ওই ওভারে অজিদের এমন চাপে ফেলেন পরে আর সেখান থেকে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে ১০ রানে। এমন বোলিংয়ের পর উইকেট না পাওয়া নিয়ে আক্ষেপ হচ্ছে না বুঝি মোস্তাফিজের নিজেরও!
কালকের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ওয়াসিম জাফর বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে আলাদা করে লিখেছেন মোস্তাফিজকে নিয়ে। টুইটে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। মোস্তাফিজ কী পাগল করে দেওয়া স্পেল করল! ৪-০-৯-০!’ মাথা ঘুরছে—এমন একটি ইমোজিতে শেষ টুইটে জাফর মোস্তাফিজের ১৯তম ওভারটির প্রসঙ্গে লিখেন ‘ম্যাচ যখন সুতোয় ঝুলছে, ওই অবস্থায় ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়েছে সে!’
ভারতের আরেক সাবেক তারকা কিংবদন্তি ও মোস্তাফিজের প্রথম আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের পরামর্শক ভিভিএস লক্ষণ লিখেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। ফিজকে নিজের সেরা ছন্দে ফিরতে দেখে ভালো লাগছে। কী চোখধাঁধানো বোলিং পারফরম্যান্স! বাংলাদেশের ক্রিকেটকে ভালোবেসে যাওয়া সমর্থকদের জন্যও খুশি লাগছে।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।