Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি আবারও বার্সাতেই ফিরবে— বিদায়ী বার্তায় পিকে

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২১ ১৪:২১

বৃহস্পতিবার (৫ আগস্ট) হুট করেই যেন আকাশ ভেঙে পড়ল বার্সেলোনা এবং তাদের সমর্থকগোষ্ঠীর ওপর। লিওনেল মেসিকে আর ধরে রাখতে পারছে না বলে অফিসিয়াল এক বিবৃতি দেয় ফুটবল ক্লাব বার্সেলোনা। তখনও যেন বিশ্বাস হচ্ছিল না মেসির ক্লাব সতীর্থদের। তাই তো বিদায়ী বার্তাও জানায়নি ততক্ষণে। তবে পরের দিন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সংবাদসম্মেলনের পর একে একে জেরার্ড পিকে, টার স্টেগান, সার্জিও বুস্কটেসরা লিওনেল মেসিকে বিদায়ী বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

২০ বছরেরও বেশি সময় ধরে ন্যু ক্যাম্পে রাজত্ব গড়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্লাবের ইতিহাসের সেরা সময়টা এসেছহে মেসির জাদুকরী পায়ের কারিকুরিতেই। এই সময়ে বার্সার ইতিহাসের পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের চারটিই আসে। দুইবার জিতেছে ইউরোপিয়ান ট্রেবল আর একবার ঘরে উঠেছে হেক্সাও। এমন সব ঈর্ষনীয় সাফল্য এসেছে লিওনেল মেসির জাদুতেই। আর তাকেই কিনা ক্লাব ছাড়তে হচ্ছে এভাবে।

দুদিন আগেও সব ঠিকঠাক ছিল। মেসির সঙ্গে নতুন চুক্তি করে তাকে বার্সাতেই রেখে দিচ্ছেন হুয়ান লাপোর্তা। তবে লা লিগার কঠিন নিয়ম মেনে বেতন কাঠামোর মধ্যে মেসিকে ধরে রাখার রাস্তা খুঁজে পায়নি বার্সা। আর শেষ পর্যন্ত তাই তাকে ছেড়েই দিতে হলো। ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে হারিয়ে কি আবারও ক্লাব আগের মতো থাকবে? বার্সার অন্যতম সিনিয়র খেলোয়াড় জেরার্ড পিকে বললেন কোনো কিছুই আর আগের মতো হবে।

মেসি আর বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামবেন না এই কঠিন বাস্তবতা মেনে নিতেই পারছেন না পিকে। ইনস্টাগ্রামে আবেগি বার্তা দিয়ে বলেন, ‘কোনো কিছুই আর আগের মতো হবে না। না ক্যাম্প ন্যু, না বার্সেলোনা শহর, না আমরা। ক্লাবে ২০ বছরেরও বেশি সময় পর, তুমি বার্সার জার্সি আর পর্বে না! বাস্তবতা, কখনও কখনও, খুবই কঠিন!’

নিজেদের এমন বর্ণাঢ্য ক্যারিয়ার তৈরির ক্ষমতা তাদের হাতে থাকলে এরচেয়ে ভালো কিছু করতে পারতেন না বলে মনে করেন পিকে, ‘২০০০ সালে আমাদের দেখা, আমাদের বয়স ১৩ বছর এবং ক্যারিয়ার সামনে। কী ক্যারিয়ার! যে মা আমাদের জন্ম দিয়েছেন! যদি আমরা সেই সময়ে এটি ডিজাইন করতাম, তাহলে এর চেয়ে ভালোভাবে করা অসম্ভব ছিল। একটি অবিশ্বাস্য পাগলামি!’

বিজ্ঞাপন

‘এফসি বার্সেলোনায় ফিরে আসার পর আমার প্রথম মৌসুমে, আমরা ট্রেবল জিতেছিলাম এবং তুমি সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছিলে। রোজারিও থেকে রোমে আকাশ ছোঁয়া। সেখানে কিংবদন্তির শুরু। এরপর যা ঘটে তা ইতিহাস। এবং যা ঘটেছে এর চেয়ে ভালো কি হতে পারে!’—রোমে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমেই কিংবদন্তি মেসির শুরু বলে মনে করিয়ে দিয়ে একথা বলেন পিকে।

মেসি বার্সেলো ছাড়লেও আবারও এখানেই ফিরবেন বলে মনে করছেন পিকে। ‘এখন তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি জানি একদিন তুমি আবারও ফিরে আসবে। অনেক কাজ বাকি আছে। এটা ভালোভাবে পার করো, যেখানেই যাও ভালোভাবে উপভোগ করো, জিততে থাকো এবং এটা তুমি করতে জানো। এখানে আমরা তোমাকে মিস করতে যাচ্ছি। আমি তোমাকে ভালবাসি লিও।’

এদিকে বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান লিখেছেন,  ‘লিও, এতো বছর তোমার সঙ্গে খেলতে পেরে এবং অনেক গুরুত্বপূর্ণ আনন্দঘন মুহূর্ত ও শিরোপা ভাগাভাগি করতে পেরে সত্যিই আনন্দিত। যদিও সময়ে সময়ে আমাদের মতামত এক হয়নি। তবে আমরা সবসময় একই দিক দিয়ে চলেছি এবং প্রত্যেকেই একজন ব্যক্তি হিসাবে হারজিতের মধ্যেই বেড়ে উঠি। ধন্যবাদ!’

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও গোলের সংবাদ অনুযায়ী, দুই তারকার মধ্যে দ্বন্দ্বের শুরু চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ শেষে। ঘরের স্লাভিয়া প্রাগের বিপক্ষে হোঁচট খাওয়ার পর টের স্টেগেনের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন মেসি। এ জার্মান তারকার গোলকিপিং পছন্দ হয়নি তার। এরপর দুই জনই একে অপরের সঙ্গে কথা বলতেন না বলেই সংবাদ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

তবে তাতে কি? মেসির বিদায় বেলায় তার স্তুতি গাইতে ভুল করলেন না এই জার্মান গোলরক্ষক। স্টেগান লেখেন, ‘এ ক্লাবের সঙ্গে তুমি তোমার জীবনের ইতিহাস তৈরি করেছ এবং তুমি একজন সত্যিকারের ফুটবল কিংবদন্তি হিসাবে বিবেচিত হয়েছ। এমন এক অর্জন যার কাছে আর কখনো সম্ভব নয়। তুমি ফুটবল পরিবর্তন করে দিয়েছ। আমি তোমার এবং তোমার পরিবারের সামনের দিনগুলোর মঙ্গল কামনা করি। ড্যানি ও বেনের পক্ষ থেকেই বড় আলিঙ্গন।’

সারাবাংলা/এসএস

জেরার্ড পিকে টার স্টেগান বার্সা ছাড়লেন মেসি বিদায় জানালেন লিওনেল মেসি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর