তৃতীয় টি-টোয়েন্টির আগে বৃষ্টি শঙ্কা
৬ আগস্ট ২০২১ ১৭:০৩ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১৬:০১
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ মাঠে গড়ার কথা সিরিজের তৃতীয় ম্যাচটি। আজ জিতলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত। কিন্তু ম্যাচটা ঠিকঠাক হবে তো? তৃতীয় ম্যাচের আগে ভয় দেখাচ্ছে ঢাকার আবহাওয়া।
শুক্রবার (৬ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানোর কথা সন্ধ্যা ছয়টায়। আজ ম্যাচের আগে বেশ কয়েকবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে ঢাকায়। বিকেল ৪টার দিকেও মিরপুরের স্টেডিয়াম এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ফলে ৪টা ১০ মিনিটের দিকে কাভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয়। মাঝে মধ্যে বৃষ্টি চলতে থাকলে বা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই ঠিকভাবে ম্যাচ আয়োজন কষ্টকর হয়ে দাঁড়াবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।