Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-নাসুমরা পারলে জাম্পা-অ্যাগাররা পারছেন না কেন?


৬ আগস্ট ২০২১ ১৬:০৭ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১৮:২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। অথচ সেই দলটির বিপক্ষেই মিলল পরপর দুই দিনে দুই জয়। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। মিরপুরের উইেকেটে বাংলাদেশি স্পিনাররাই গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ, সাকিব আল হসান, শেখ মেহেদি হাসান। কিন্তু একই উইকেটে সেভাবে সাফল্য পাননি অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগার। কেন?

বিজ্ঞাপন

আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অ্যাডাম জাম্পা আছেন সাত নম্বরে, অ্যাগার আটে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি খেলার ভালো অভিজ্ঞতা আছে দুজনেরই। অপর দিকে বাংলাদেশি স্পিনারদের মধ্যে সাকিব আল হাসান আছেন র্যাংকিংয়ের ১৯ নম্বরে। নাসুম ও শেখ মেহেদি সেরা একশর মধ্যেও নেই। কিন্তু সাকিব, নাসুম, মেহেদিদের সাফল্যের হার অনেক বেশি।

প্রথম দুই ম্যাচে জাম্পা, অ্যাগার মিলে উইকেট নিয়েছেন তিনটি। আর সাকিব, নাসুম, মেহেদি উইকেট নিয়েছেন আটটি। বাংলাদেশি স্পিনাররা রান খরচও করেছেন কম। পাওয়ার প্লেতে দুই ম্যাচেই দারুণ সফল শেখ মেহেদি। সাকিব, নাসুম পুরো ইনিংস জুড়েই আতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু একই উইকেটে র্যাংকিংয়ে অনেকটা এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার তারকা স্পিনাররা তেমন প্রভাব খাটাতে পারছেন না। কারণ অনুসন্ধান করার চেষ্টা করলেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাস্টন অ্যাগার।

অ্যাগার বলেন, ‘তাঁরা (বাংলাদেশি স্পিনার) স্টাম্প লক্ষ্য করে বল করে বেশি। বাতাসে বেশি সময় ধরে বল রাখে। তাঁদের বল ব্যাটসম্যানদের কাছে নিচ থেকে ওপরের দিকে ওঠে। যেখানে অনেক সময় স্পিনারদের বল ওপর থেকে নিচে এসে থাকে। বাংলাদেশি স্পিনাররা একধরনের বিভ্রান্তিকর লেংথে বোলিং করে। বলকে বাউন্স করানো, নিচু করে দেওয়া, বাতাসে বেশিক্ষণ বল ভাসিয়ে রাখার ক্ষমতাটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।’

সাকিব আল হাসানের কথা আলাদা করে বলেছেন অ্যাগার, ‘সাকিব প্রথম দুই ম্যাচেই কিছু বল করেছে, যেগুলো রীতিমতো গড়িয়ে এসেছে।’ বাংলাদেশের বর্তমান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলংকার সাবেক স্পিনার বাংলাদেশি স্পিনারদের ভালো সহায়তা করছেন বলে মনে করছেন অ্যাগার, ‘তাদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। বাংলাদেশি বোলাররা যা করছে, সেটি হেরাথ একসময় দারুণভাবে করত। সে এ ব্যাপারে বিশেষজ্ঞ।’

বিজ্ঞাপন

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামার কথা দুই দলের। আজও জিতে এখানেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ওদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

অ্যাস্টন অ্যাগার নাসুম আহমেদ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর