Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি’তে ম্যানসিটিতে গ্রিলিশ

স্পোর্টস ডেস্ক
৬ আগস্ট ২০২১ ০৯:০৫ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ০৯:২০

ম্যানচেস্টার সিটির সঙ্গে জ্যাক গ্রিলিশকে নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছু দিন ধরেই। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরে রেকর্ড ট্রান্সফার ফী’তে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাচ্ছেন জ্যাক গ্রিলিশ। এতদিন গুঞ্জন হলেও অবশেষে তা বাস্তব। ব্রিটিশ রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড অথবা প্রায় ১১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিটিজেনদের ডেরায় ভিড়েছেন গ্রিলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রিলিশকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় ম্যানসিটি। ইংল্যান্ডের ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে তারা চুক্তি করেছে ছয় বছরের জন্য।

বিজ্ঞাপন

ফুটবলে গ্রিলিশের পথচলা শুরু অ্যাস্টন ভিলার যুব দলে। ২০১৪ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। ধারাবাহিকভাবে উন্নতি করা এই প্লেমেকার ২০১৯ সালের মার্চ মাসে দলটির নেতৃত্ব পান। ক্লাবটির হয়ে ২১৩ ম্যাচ খেলে ৩২টি গোল করেছেন তিনি, করিয়েছেন ৪৩টি। যুব পর্যায়ে আয়ারল্যান্ড বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন তিনি। ২০১৫ সালে তিনি বেছে নেন ইংল্যান্ডকে। পরের বছর খেলেন দেশটির অনূর্ধ্ব-২১ দলে। ২০২০ সালে জাতীয় দলে অভিষেক হয় তার, সেই থেকে এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১২ ম্যাচ।

সবশেষ ২০২০-২১ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে সিটির নজরে পড়েন গ্রিলিশ। সবমিলিয়ে খেলা ২৭ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেন ১০টি। অ্যাস্টন ভিলার মৌসুমসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

গ্রিলিশকে দলে ভেড়াতে ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফী প্রদান করতে হয়েছে সিটিকে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, রিলিজ ক্লজের পুরো ১০০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১৮ মিলিয়ন ইউরো) পরিশোধ করতে হয়েছে তাদেরকে। ফলে ভাঙা পড়েছে পল পগবার রেকর্ড। ২০১৬ সালে জুভেন্টাস থেকে তাকে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েছিল ৯৩ দশমিক ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।

বিজ্ঞাপন

সিটিতে স্বাক্ষর করার পর গ্রিলিশ বলেন, ‘গত ১০ মৌসুমে তারা ধারাবাহিকভাবে মেজর ট্রফি জিতেছে। পেপ (গুয়ার্দিওলা) এখানে এসে দলটিকে পরবর্তী ধাপে নিয়ে গেছেন। আর এই দল যে ফুটবল খেলে তা ইউরোপের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর। আমি ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে খুবই আনন্দিত।’

প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যান সিটিকে ইংল্যান্ডের সেরা ক্লাব হিসেবে উল্লেখ করেন তিনি, ‘দেশের সেরা ক্লাব হওয়ার পাশাপাশি সিটির কোচ হিসেবে আছেন পেপ গার্দিওলা, যাকে বিশ্বের সেরা হিসেবে বিবেচনা করা হয়। এই ক্লাবের অংশ হতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে।’

ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে এতদিন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি মাগুয়ের সবচেয়ে দামী খেলোয়াড়। ২০১৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ড প্রদান করে লেস্টার সিটি থেকে ইউনাইটেডে যোগ দেন মাগুয়ের। এছাড়া ব্রিটিশ খেলোয়াড়দের মধ্যে সদ্যই ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো জডান সানচো ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড়। এবছরই তাকে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে ভেড়াতে ৭৩ মিলিয়ন পাউন্ড খরচ করে রেড ডেভিলসরা।

সারাবাংলা/এসএস

অ্যাস্টন ভিলা ইংলিশ প্রিমিয়ার লিগ-ইপিএল জ্যাক গ্রিলিশ ব্রিটিশ রেকর্ড ম্যানচেস্টার সিটি রেকর্ড ট্রান্সফার ফী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর