কোথায় যাচ্ছেন মেসি?
৬ আগস্ট ২০২১ ০১:৩৮ | আপডেট: ৬ আগস্ট ২০২১ ১১:২৮
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে বার্সেলোনার নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে দিতে হচ্ছে মেসিকে। বলা ভালো, মেসিকে ছেড়ে দিচ্ছে না বার্সেলোনা আসলে তারা রাখতে পারছে না। মেসির সঙ্গে ক্লাব চুক্তি করেছিল ঠিকই, কিন্তু আর্থিক দৈন্যদশার কারণে সেই চুক্তি মেসিকে ধরে রাখার জন্য যথেষ্ঠ হচ্ছে না। লা লিগার নীতিমালা মেনে চুক্তি করে তাই মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। অর্থটা পরিষ্কার— মেসি আর থাকছেন না বার্সেলোনায়।
বার্সা ছাড়তেই হচ্ছে মেসিকে
আর এখন থেকে জল্পনা কল্পনার শুরু হয়েছে মেসির পরবর্তী গন্তব্য কোথায়? ২০১৯/২০ মৌসুম শেষে মেসি যেবার ঘোষণা দিলেন তিনি আর বার্সেলোনায় থাকছেন না সেবার বেশ উঠে পড়ে লেগেছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত তৎকালীন বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তমেউর এক প্রকার জোর করেই ধরে রেখেছিলেন মেসিকে। আর এর ঠিক এক বছর পরে এসে ফ্রী এজেন্টে পরিণত হন মেসি। আর ক্লাবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে সম্মতি প্রকাশ করার পরেও আর থাকা হচ্ছে না বার্সাতে।
তাই তো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মেসির পরবর্তী গন্তব্যের গুঞ্জন। ইতোমধ্যেই স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে পিএসজির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন মেসি। আর মেসির পরবর্তী গন্তব্য হতে পারে প্যারিসের ক্লাবটি। তবে এসব কিছুর আগে মেসিকে দলে ভেড়াতে ইচ্ছুক ক্লাবগুলোর নিজেদের অর্থনৈতিক ভিতের দিকেও নজর রাখতেন হবে। বার্সেলোনায় বছরে কেবল বেতনই ৪০ মিলিয়ন ইউরো পেতেন মেসি। অর্থাৎ তাকে ক্লাবে ভেড়ানোর জন্য অন্ততপক্ষে এই সম পরিমাণ বেতন প্রস্তাব করতেই হবে সেসব ক্লাবকে।
এবারে দেখে নেওয়া যাক অর্থনৈতিকভাবে কোন কোন ক্লাব এমন লোভনীয় বেতনের প্রস্তাব মেসিকে প্রদান করতে পারে। এই তালিকার সবার প্রথমেই নাম আসবে কাতারের মদদপুষ্ট ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর। এরপর তালিকায় নাম আছে আরব আমিরাতের মদদপুষ্ট ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এছাড়াও এই তালিকায় আরও নাম আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান খেলোয়াড় ভেড়ানোর নীতি মেসিকে দলে ভেড়ানোর ইঙ্গিতই দেয় না। মেসির এমন উচ্চ বেতন প্রদানের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী ক্লাবের তালিকায় আছে রেড ডেভিলসরাও।
প্যারিস সেইন্ট জার্মেই—
লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে প্যারিসে নিয়ে যাওয়ার স্বপ্ন নাসের আল খেলাইফির বেশ আগে থেকেই। তবে মেসির বার্সেলোনার প্রতি আনুগত্যের কারণে তা আর সম্ভবপর হয়ে ওঠেনি। খেলাইফির স্বপ্ন এবারে পূরণের সম্ভবনা জেগেছে। কেবল এটাই নয় সেই সঙ্গে কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার কথাও সংবাদমাধ্যমে চাউড় হয়ে উঠেছে বেশ। পিএসজির লোভনীয় সব প্রস্তাব প্রত্যাখ্যান করে এখনও নতুন চুক্তি স্বাক্ষর করেননি এমবাপে। আর তাকে ধরে রাখার কম চেষ্টা করেনি পিএসজি। তাই তো এবারে আসলেও যদি এমবাপে পিএসজি ছাড়েন তবে তার শূন্যস্থান পূরণের জন্য লিওনেল মেসিকেও দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লাগতেও পারে পিএসজি।
এছাড়া লিওনেল মেসির উচ্চ বেতন সামর্থ্য যেসব ক্লাবের আছে সেগুলোর মধ্যে অন্যতম পিএসজিই। এছাড়াও মেসির দীর্ঘদিনের বন্ধু নেইমার জুনিয়র সেই ২০১৭ সাল থেকেই পিএসজিতে খেলছেন। আর সেখানে পাড়ি জমানোর পর থেকে নানানভাবে নেইমার জানিয়েছেন তিনি আবারও মেসির সঙ্গে খেলতে চান। এবারে দুইয়ে দুই মিলিয়ে চার হলে নেইমারের স্বপ্ন পূরণ হয়েও যেতে পারে।
ম্যানচেস্টার সিটি—
২০২০ সালের ২৫ আগস্ট রাতে লিওনেল মেসির হঠাৎ বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর নড়েচড়ে বসেছিল গোটা ফুটবল বিশ্ব। আর সেই সঙ্গে ফুটবল ক্লাব বার্সেলোনাও অপ্রস্তুত হয়ে পড়ে মেসির এমন সিদ্ধান্তে। আর মেসির এমন ঘোষণার পর গুঞ্জন উঠেছিল সাবেক গুরু পেপ গার্দিওলার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতেই পাড়ি জমাবেন মেসি। এমনটাই জানায় ইএসপিএন। তবে এর সঙ্গে যুক্ত হয় আরও এক নতুন সংবাদ। ম্যানচেস্টার সিটিতে তিন মৌসুম কাটিয়ে আমেরিকায় নিউইয়র্ক সিটি এফসিতে নাম লেখাবেন মেসি।
মেসিকে দেওয়া ম্যানচেস্টার সিটির লোভনীয় প্রস্তাব ছিল মোট পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়বেন তিনি। যার মধ্যে প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে খেলবেন তিন মৌসুম আর বাকি দুই মৌসুম সিটি গ্রুপের আরেকটি দল নিউ ইয়র্ক এফসির হয়ে যুক্তরাষ্ট্রের এমএলএস’এ খেলবেন। এই পাঁচ বছরের চুক্তিতে মেসি প্রতি সপ্তাহেই উপার্জন করবেন প্রায় ১ মিলিয়ন ইউরো। আর বোনাসসহ লিওনেল মেসি পাঁচ বছরের চুক্তিতে পাবেন মোট ৫০০ মিলিয়ন ইউরো।
ছয়বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি বার্সা বোর্ডের বিপক্ষে যুদ্ধে নেমেছেন। সিটিজেনদের হয়ে ৩৬ বছর বয়স পর্যন্ত খেলবেন লিওনেল মেসি। আর এরপর পাড়ি জমাবেন এমএলএস’এ। আর যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেই ২৫০ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে পাবেন লিওনেল মেসি। অর্থাৎ সব মিলিয়ে পাঁচ বছরের চুক্তিতে ৭৫০ মিলিয়ন ইউরো ঢুকবে লিওনেল মেসির পকেটে।
এইতো ছিল ২০২০ সালের কথা। এক বছর পর আবারও কি মেসিকে দলে ভেড়াতে চাইবেন পেপ গার্দিওলা? যার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সারাবাংলা/এসএস
জুভেন্টাস টপ নিউজ পিএসজি বার্সেলোনা ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি