জন্মস্থান সুনামগঞ্জে ক্রিকেটে আজীবন নিষিদ্ধ নাসুম
৫ আগস্ট ২০২১ ১৮:০৮ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ২০:৩২
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়ার নায়ক স্পিনার নাসুম আহমেদ। বল হাতে ঘূর্ণি জাদুতে কুপোকাত করেছেন অজি ব্যাটারদের। খেলা শেষে মিলেছিল ম্যাচ সেরার পুরস্কারও। তবে অবাক করা ঘটনা হচ্ছে জন্মস্থান সুনামগঞ্জে ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু থেকেই আজীবনের জন্য নিষিদ্ধ এই টাইগার। ২০১৫ সালে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নাসুমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পরিবারসহ সিলেট শহরে বসবাস করা নাসুম আহমেদ জন্মস্থান সুনামগঞ্জ জেলা দলে খেলার লক্ষ্যে ২০০৯ সালে ফিরে আসেন। তখন থেকে ২০১৪ সাল পর্যন্ত জেলার অন্যতম ক্রিকেট ক্লাব প্যারামাউন্টে খেলেন এই টাইগার ক্রিকেটার। পরবর্তীতে নাসুমের সামনে সুযোগ আসে সিলেট জেলার বয়সভিত্তিক দলে খেলার। সে সময় সিলেট জেলা দলের সুযোগ সুবিধাদির কথা বিবেচেনায় নিয়ে সুনামগঞ্জ ছেড়ে সিলেট জেলার হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন নাসুম।
সুনামগঞ্জ জেলা ছেড়ে সিলেট জেলা দলে খেলার সিদ্ধান্তের কারণে ২০১৫ সালে জেলার ক্রীড়া সংস্থা নাসুমকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে পরবর্তীতে ২০২০ সালে আবারও নিজের জেলার হয়ে খেলার জন্য আবেদন করলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
নাসুমের নিষেধাজ্ঞার ব্যাপারে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান তিনি এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানতেন না কিছুই। ‘নাসুম সুনামগঞ্জ জেলা দলে না খেলে অন্য জেলার হয়ে খেলায় তাকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্ত জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতে পাঠানোর পর তৎকালীন কমিটি তাকে বহিষ্কারের অনুমোদন দেয়। বিষয়টি আমার জানা ছিল না।’
নাসুমের নিষেধাজ্ঞার ব্যাপার নিয়ে সামনের বৈঠকেই আলোচনা করবেন তাঁরা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারেও আলোচনা করবেন বলে জানান তিনি। ‘আগামী বৈঠকেই আমরা নাসুমের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করব এবং তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করব।’
এব্যাপারে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ বলেন, ‘আজ নাসুমকে সারা বিশ্ব চিনে একজন অফ স্পিনার হিসেবে। কিন্তু আমাদের ক্লাবে ২০০৯ সালে নাসুম বাঁ-হাতি ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিল। পরে সে অলরাউন্ড পারফরম্যান্সে আমাদের মুগ্ধ করেছিল। যখন ক্রিকেট লিগ শুরু হয় তখন সে আমাদের জানায় সুনামগঞ্জ জেলা টিমে সুযোগ-সুবিধা কম। তাই সিলেট দলে খেলবে। ক্রিকেট নিয়ে তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছার জন্য সে সিলেট জেলার হয়ে খেলার সিদ্ধান্ত নেয়। এই তুচ্ছ কারণে তাকে জেলা ক্রীড়া সংস্থা আজীবনের জন্য যখন নিষিদ্ধ করে।’
এনাম বলেন সে সময় তিনি সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেও নাসুমের নিষেধাজ্ঞা আটকাতে পারেননি। তিনি বলেন, ‘তখন আমি বৈঠকে ছিলাম। নাসুমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলাম।’
দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে নাসুম আহমেদ এখন জাতীয় দলের নিয়মিত মুখ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে এনে দেওয়ার নায়ক তিনি। আর তাঁরই নিজ জেলায় নিষিদ্ধ ক্রিকেট থেকে। এমন লজ্জা থেকে মুক্তি চান নাসুমের সাবেক ক্লাব প্যারামাউন্টের সাধারণ সম্পাদক। ‘ক্রিকেটের প্রতি তাঁর যে নিষ্ঠা ছিল তা সে আজ দেখিয়ে দিয়েছে। সে পরিশ্রম করে এই অবস্থানে এসেছে। আমরা অবিলম্বে তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে লজ্জা থেকে মুক্তির দাবি জানাই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাত্র ১৯ রান দিয়ে একাই নিয়েছিলেন চারটি উইকেট। আর দ্বিতীয়টিতে ২৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শুক্রবার, খেলা শুরু সন্ধ্যা ৬টায়। প্রথম দুই ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশের ভেতর লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
সারাবাংলা/এসএস
ক্রিকেটে নিষিদ্ধ টপ নিউজ টাইগার স্পিনার নাসুম আহমেদ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সুনামগঞ্জে নিষিদ্ধ