সিরিজে ফেরার উপায় খুঁজছে অস্ট্রেলিয়া
৫ আগস্ট ২০২১ ১৫:১৪ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ১৬:৫৬
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে এক প্রকার উড়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। তৃতীয়টি হারলে সিরিজটাই হাতছাড়া হবে। তবে এখনও সিরিজ হাতছাড়া হয়নি, সুযোগ আছে সিরিজে ফেরার। আর স্বাগতিকদের বিপক্ষে সিরিজে ফেরার আশা দেখছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।
টাইগার বোলারদের সামনে কোনোভাবে পাত্তাই পাচ্ছে না অজি ব্যাটাররা। প্রথম দিন টাইগারদের স্পিন বিষে নীল অজি ব্যাটাররা, আর দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের বল পড়তেই পারেনি ওয়েড, হেনরিকসরা। তাই তো দুই ম্যাচেই হারের পেছনের মূল কারণ হিসেবে দেখছেন ওয়েড।
মোস্তাফিজের বল পড়তেই পারছেন না অজিরা
সিরিজের দুই ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মিশেল মার্শ। প্রথম ম্যাচে দলকে জয়ের পথে রেখে ফেরেন এই অলরাউন্ডার। এরপর দ্বিতীয় ম্যাচেও দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। তবে বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না। টাইগার স্পিন ও পেসের কাছে বারবার পরাস্ত হচ্ছেন সকলেই। আর এর থেকে বের হওয়ার পথ খুঁজছে অজিরা।
ওয়েড বলেন, ‘দুই দলের বোলাররাই দারুণ বোলিং করছে। আমাদের বোলিং আক্রমণের পারফরম্যান্সেও আমরা খুশি। বোলিং কোনো সমস্যাই নয়। স্রেফ ব্যাটিংয়ে আঁটসাঁট হতে হবে আমাদের। এক ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে, আরেক ম্যাচে নিচের দিকের ব্যাটসম্যানরা। আশা করি, পরের ম্যাচে আমরা ঠিকঠাক করতে পারব।’
স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার সমাধান দেখছেন উইকেট ধরে রাখায়। দ্বিতীয় ম্যাচে যা অনেকটা পেরেছিল অস্ট্রেলিয়া। ১৪ ওভারে শেষে ২ উইকেটে তাদের রান ছিল ৮৭। যদিও শেষ দিকে মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি অজিরা।
অ্যাগার বলেন, ‘খেলাটাকে যতটা সম্ভব গভীরে নিয়ে যেতে হবে। উইকেট হাতে রেখে ইনিংসের শেষ দিকে যেতে হবে। এটাই আমার মনে হচ্ছে সবচেয়ে সেরা পথ আপাতত। ঝুঁকি নেওয়ার জন্য এই উইকেট খুবই কঠিন। তবে পাওয়ার প্লেতে আমরা মোটামুটি মানের শুরু পেলে, সেটাও কাজে দেবে। কালকে শুরুটা খারাপ হয়নি, তবে পরে সেটা ধরে রাখতে পারিনি। তবে এভাবেই খেলতে হবে।’
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শুক্রবার, খেলা শুরু সন্ধ্যা ৬টায়। প্রথম দুই ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশের ভেতর লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
সারাবাংলা/এসএস