Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবিটহোলে খেলা দেখতে না পেরে ফিঞ্চের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২১ ১৭:০৯ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১৯:১১

পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে উড়ে গেছে সফরকারীরা। এদিকে আগেই ঘোষণা এসেছিল অস্ট্রেলিয়ার খেলা দেখা যাবে না অস্ট্রেলিয়াতেই। আর দেশে বসে সতীর্থদের খেলা দেখতে না পেরে নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের (র‍্যাবিটহোল) মাধ্যমে ম্যাচটা দেখা যাবে…’

ফিঞ্চ প্রথমে ঠিকই শুনেছিলেন যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি সরাসরি দেশে বসে র‍্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। এমনটাই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে জানিয়েছিল।

তবে পরবর্তীতে র‍্যাবিটহোলের নাম মুছে দিয়ে নতুন করে বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া-সিএ। এবং সেখানে সিএ লিখেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সম্প্রচার স্বত্বাধিকারীদের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রথম টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পারেননি।

তবে সিরিজ শুরুর আগে জানা যায় অস্ট্রেলিয়ার কোনো মিডিয়ায় এই সিরিজটি সরাসরি সম্প্রচার করার জন্য বাংলাদেশি স্বত্বাধিকারীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। বাংলাদেশ দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ব্যানটেক নামে একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। তবে জানা যায়, এখন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও সিরিজ শুরুর দু’দিন আগে বলেছিলেন, ‘আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি। কালকের মধ্যেও যদি সেটি না হয়, অস্ট্রেলিয়া থেকেই দেখা যাবে না বাংলাদেশে অস্ট্রেলিয়া দলের খেলা।’

বিজ্ঞাপন

শুধু ফিঞ্চ নয়, অস্ট্রেলিয়ায় কেউই বাংলাদেশের বিপক্ষে দেশের হারটা স্বীকৃত কোনো মাধ্যমে দেখতে পারেননি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই বিবৃতিতে র‍্যাবিটহোলবিডি স্পোর্টসে খেলা দেখা যাবে এমনটা শুনে বেশ উৎফুল্ল হয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসীরাও। কিন্তু ম্যাচ শুরু হলে র‍্যাবিটহোলের ইউটিউবে খেলা দেখার কোনো ফিড না পেয়ে তাঁরা বেশ হতাশ হন।

সিডনি প্রবাসী নিশি শারমিন এভাবেই হতাশা ব্যক্ত করলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া মারফত এবং আরো অনেক সোর্স থেকে খবর পেয়ে উৎসাহিত হয়েছিলাম যে আমাদের নিজেদের দেশের সব চেয়ে বড় স্পোর্টস চ্যানেল র‌্যাবিটহোলে খেলা দেখব। কিন্ত খেলার সময় লাইভ ফিড না পেয়ে আমরা খুবই হতাশ হয়েছি।’

অস্ট্রেলিয়ার এডিলেডের বাসিন্দা ফয়সল হাফিজ বলেন, ‘আমরা বাংলাদেশি যারা অস্ট্রেলিয়াতে বসবাস করছি, তারা বেশ হতাশ হয়েছি এটা দেখে যে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ কোন চ্যানেল সম্প্রচার করছে না। এর ফলে আমদের জন্য খেলা দেখা একরকম অসম্ভব হয়ে পরেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রচার এর স্বত্ত্ব আছে শুধুমাত্র চ্যানেল সেভেন আর ফক্সটেলের। তাই ওই চ্যানেল দুটি খেলা না দেখালে আর দেখা সম্ভব হয় না।’

তিনি বলেন, ‘চ্যানেল সেভেন হচ্ছে ফ্রি চ্যানেল, যদি তারা অস্ট্রেলিয়ার সব খেলা না দেখায় তবে এখানে পে চ্যানেলের মাধ্যমে খেলা দেখা অনেকের পক্ষেই সম্ভব হয় না। আর চ্যানেল সেভেন মনে করেছে, বাংলাদেশের সাথে খেলা দেখানো তাদের জন্য লাভজনক হবে না। যদিও চ্যানেল সেভেন এখন অলিম্পিক সরাসরি সম্প্রচার নিয়ে ব্যস্ত। তবে এই সময় যদি অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারত বা ইংল্যান্ড সফর করত তবে চ্যানেল সেভেন কীভাবে এটা সম্প্রচার না করে থাকত সেটা দেখার বিষয় ছিল। অস্ট্রেলিয়াতে দিন দিন লাইভ খেলা দেখা বেশ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় ফুটবলের কথা। অপটাস স্পোর্টস, স্ট্যান, কায়ো স্পোর্টস বিশ্বের সব দামী দামী ফুটবল লিগের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে। সাধারণ নাগরিকের পক্ষে এই সবগুলো পে চ্যানেল সাবস্ক্রাইব করা সম্ভব নয়। ফলে আপনাকে কোন না কোন ফুটবল লিগ মিস করতে হবে, যদি আপনি সবগুলা সাবস্ক্রাইব না করেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশ এই সিরিজে দারুণ পারফর্ম করলে অস্ট্রেলিয়া সম্প্রচারের বিষয়ে নতুন করে ভাববে বলে মনে করছেন তিনি, ‘যাই হোক, বাংলাদেশ যদি এই সিরিজটা জিতে যায়, তাহলে আমি মনে করি ভবিষ্যতে অস্ট্রেলিয়া অবশ্যই ভাববে বাংলাদেশের সাথে সিরিজ সম্প্রচার করার ব্যাপারে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হোম সিরিজ সম্প্রচারের চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাবে না তারা।

সিডনি মর্নিং হেরাল্ড বিসিবির এক সূত্রের বরাত দিয়ে বলেছে, সিরিজ সম্প্রচারের ব্যাপারে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু চ্যানেলটা সরাসরি সে প্রস্তাব নাকচ করে দেয়। এমনকি টাকাপয়সা নিয়েও আলোচনা করেনি ফক্স। যদিও ফক্সটেলের এক সূত্র সিডনি মর্নিং হেরাল্ডের কাছে এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ঘটনা যা-ই হোক না কেন, তা অস্ট্রেলিয়ার মানুষকে এই সিরিজ দেখতে দিচ্ছে না। এর মধ্যেই দেশটায় এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে আজ একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে স্বাগতিক বাংলাদেশ।

আজ বুধবার সন্ধ্যা ৬টাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাকি ম্যাচগুলো রয়েছে ৬ আগস্ট, ৭ আগস্ট ও ৯ আগস্টে। প্রথম ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ ও দেশের বাইরে থেকে লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া র‌্যাবিটহোল র‍্যাবিটহোলবিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর