দ্বিতীয় জয়ের খোঁজে আজই নামছে বাংলাদেশ
৪ আগস্ট ২০২১ ১১:২৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় অজিদের ২৩ রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগাররা। আর তাতেই পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (৪ আগস্ট) মাঠে নামছে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের।
প্রথম ম্যাচে মাত্র ১৩১ রান করেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ১০৮ রানে অলআউট হয়েছে অজিরা। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে এই সিরিজের সব আয়োজন।
মঙ্গলবার শুরু হওয়া এই সিরিজ শেষ হবে ৯ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসরা।
আজ বুধবার সন্ধ্যা ৬টাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাকি ম্যাচগুলো রয়েছে ৬ আগস্ট, ৭ আগস্ট ও ৯ আগস্টে। প্রথম ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ ও দেশের বাইরে থেকে লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
সারাবাংলা/এসএস