প্রথমে ব্যাটিংয়ে তারুণ্যনির্ভর বাংলাদেশ
৩ আগস্ট ২০২১ ১৭:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১৭:৫৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসের মতো ক্রিকেটার এই সিরিজে অনুপস্থিত, তাদের অনুপস্থিতিতে আজ বাংলাদেশের একাদশে তারুণ্যের ছড়াছড়ি। তরুণ নুরুল হাসান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারীরা প্রত্যাশিতভাবেই একদাশে আছেন। তাসকিন আহমেদ ও সাইফউদ্দিনকে বাইরে রেখে পেস আক্রমণে রাখা হয়েছে অপর তরুণ শরিফুল ইসলামকে।
পেস আক্রমনে আছেন আর একজন, মোস্তাফিজুর রহমান। দরকার পড়লে মিডিয়াম পেস করতে প্রস্তুত আছেন সৌম্য সরকার। সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। সঙ্গে হাত ঘোড়াতে প্রস্তুত মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপি, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টায়, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।