Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে রাখতে লা লিগাকে নমনীয় হওয়ার আহ্বান লাপোর্তার

স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২১ ১১:৩৫

বার্সেলোনার সঙ্গে গত জুনে চুক্তি শেষ হয়েছে লিওনেল মেসির। আর এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেননি তিনি। তবে এর জন্য লা লিগার কঠোর নিয়মনীতিও দায়ী। কেননা লা লিগার নিয়মানুযায়ী নির্দিষ্ট অর্থই খেলোয়াড়দের বেতনের পেছনের খরচ করতে পারবে ক্লাবগুলো। যা বার্সেলোনার পক্ষে মেনে চলা সম্ভব হচ্ছে না। আর একারণেই লিওনেল মেসির ৫০ শতাংশ বেতন কমাতে সম্মত হলেও তার সঙ্গে চুক্তি করতে পারছে না বার্সেলোনা।

বিজ্ঞাপন

তবে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা আশা করছেন মেসিকে লা লিগায় ধরে রাখতে লা লিগা কিছুটা হলেও নমনীয় হবে। এদিকে মেসির সঙ্গে বেতন কাঠামো ধরে রেখে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারছে না বার্সা তবে দলে যোগ দেওয়া নতুন খেলোয়াড় সার্জিও আগুয়েরো, এমারসন, এরিক গার্সিয়া এবং মেমফিস ডিপাইকে ঠিকই লা লিগাতে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন লাপোর্তা।

মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে লাপোর্তা বলেন, ‘আমরা যতটা সম্ভব তার সবকিছুই করছি এবং সবকিছু ভালোমতো এগোচ্ছে। সবকিছু ঠিক পথেই আছে। আমাদের সবার বিশ্বাস, চুক্তি হবে। মেসি বার্সায় থাকতে চায় এবং আমরা যা পারি তার সবটুকু করব। আসল কথা হলো, এখানে থেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। আর এজন্য আমাদের খুশি হওয়া উচিত।’

এদিকে লা লিগার বেতন কাঠামোর কঠোর নিয়মটা যেন মেসির জন্য কিছুটা হলেও নমনীয় হয় এমনই আশা লাপোর্তার। এব্যাপারে লাপোর্তা বলেন, ‘আমরা আশা করছি লা লিগা কিছুটা নমনীয় হবে এব্যাপারে। যেমনটা বিশ্বের অন্যান্য লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোর জন্য করেছে। আমরা সবাই চাই মেসি যেন লা লিগাতে থাকে। কারণ এটা ক্লাবের সঙ্গে সঙ্গে লা লিগার জন্যও অনেক গুরুত্বপূর্ণ।’

লা লিগার নতুন মৌসুম মাঠে গড়াতে আর মাত্র দিন দশেক বাকি। এখনও লিওনেল মেসির সঙ্গে চুক্তি সারতে পারল না বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষের আগে হবে তো? ক্লাব কর্তৃপক্ষ অবশ্য দারুণ আশাবাদী। সভাপতি হুয়ান লাপোর্তা আগের মতোই বললেন, আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা খুব ভালোমতো এগোচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ৮ অগাস্ট ঘরের মাঠে হুয়ান গাম্পের ট্রফিতে ইউভেন্তুসের মুখোমুখি হবে বার্সেলোনা। এই সময়ের মধ্যে মেসি চুক্তি সারলেও এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত ইবিজায় ছুটি কাটাচ্ছেন মেসি। নতুন চুক্তি হলেও কেবল অনুশীলনে ফিরবেন ফুটবলের এই মহাতারকা। আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা।

সারাবাংলা/এসএস

লা লিগা লিওনেল মেসি হুয়ান লাপোর্তা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর