Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণদের ওপর আস্থা রাখছেন মাহমুদউল্লাহ


২ আগস্ট ২০২১ ১৯:৪২ | আপডেট: ২ আগস্ট ২০২১ ২১:৪৩

অস্ট্রেলিয়ার মতো দল হরহামেশা বাংলাদেশে খেলতে আসে না। অনেকদিন পর সেই ‘সুযোগ’টা পেয়েছে বাংলাদেশ। তবে সঙ্গে বড় একটা আক্ষেপও যুক্ত হয়েছে। অজিদের মোকাবিলায় সেরা দলটা যে পাচ্ছে না টাইগাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার খেলতে পারছেন না অস্ট্রেলিয়া সিরিজ। ফর্মে থাকা লিটন দাসও খেলতে পারছেন না এই সিরিজ। তবে গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার না থাকলেও অন্যরা তো আছেন! তরুণদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

তামিম ইকবাল চোটের কারণে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন। বাবা-মা করোনায় আক্রান্ত হলে মুশফিকুর রহিম জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে বায়ো বাবল ভেঙেছিলেন। পরে সব গুছিয়ে যখন ফিরতে চাইলেন ততক্ষণে অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া কোয়ারেন্টাইন সময় পেরিয়ে যায়, ফলে ইচ্ছা থাকলেও সিরিজটা খেলা হচ্ছে না মুশফিকের। লিটনও জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগে দেশে ফিরেছিলেন অসুস্থ স্বজনের পাশে থাকতে। তিনিও নির্ধারিত সময়ে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকতে পারেননি।

বিজ্ঞাপন

কাল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহ বলছিলেন, ‘আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করছি আমরা। লিটন, তামিম, মুশফিককে মিস করতেছি।’

অধিনায়কের প্রত্যাশা অভিজ্ঞদের অনুপস্থিতিতে নিজেদের সামর্থের সুবিচার করে শূন্যস্থান পূরণ করতে পারবেন তরুণ ক্রিকেটাররা। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে আলো ছড়িয়েছেন নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুবরা। শামীম দলে প্রথমবার ডাক পেয়েই নিজের জাত চিনিয়েছেন। নরুল হাসান অনেকদিন পর দলে ডাক পেয়ে নিজের সামর্থের প্রমাণ রেখেছেন। আর আফিফ হোসেন অনেকদিন ধরেই নিয়মিত রঙিন পোশাকের ক্রিকেট খেলছেন।

মাহমুদউল্লাহ বললেন, ‘আমার মনে হয় সোহান, আফিফ, শামীম নিজেদের খেলা শেষ করার সামর্থ্যের ছাপ রেখেছে। আর তারা বেশ ভালো ছন্দে আছে। আমি তাদের উপর পূর্ণ আস্থা রাখছি যে তারা তাদের প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র‍্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস

আফিফ হোসেন ধ্রুব নুরুল হাসান সোহান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মাহমুদউল্রাহ রিয়াদ শামীম পাটোয়ারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর