সাকিবকে আটকানোর উপায় খুঁজছে অস্ট্রেলিয়া
২ আগস্ট ২০২১ ১৮:১৪ | আপডেট: ২ আগস্ট ২০২১ ২১:৪৪
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপটা ঘুচানোর সুযোগ দেখছেন টাইগাররা। আর এই লক্ষ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল হাসান। মিরপুরের উইকেটে বল হাতে সাকিব বরাবরই ভয়ঙ্কর। ব্যাট হাতেও দলের অন্যতম সেরা তিনি। সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলে টি-টোয়েন্টি খেলার একগাদা অভিজ্ঞতা তো আছেই। এই সিরিজ খেলতে যাওয়া দুই দলের ক্রিকেটারদের মধ্যে সাকিবই টি-টোয়েন্টিতে সবচেয়ে অভিজ্ঞ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে সাকিব হয়ে উঠতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ানরাও সেটা জানেন। তাই সাকিবকে সামলানোর উপায় খুঁজতে মরিয়া সফরকারীরা।
আগামীকাল মাঠে গড়াবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। ম্যাচের আগের দিন ভার্চ্যুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব প্রসঙ্গ উঠলে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড বলছিলেন, ‘আমরা নিশ্চিতভাবেই জানি সে (সাকিব) কী করতে পারে। এখানে ২০১৭ সালে টেস্ট ম্যাচে সে খুবই দুর্দান্ত ছিল। সে বল ঘোরাতে পারে এবং শাইনি সাইডে হিট করে আপনাকে এলবিডব্লিউ করতে চেষ্টা করবে বা সিম ঘুরিয়ে আপনাকে আউটসাইড এইজ হতে বাধ্য করবে।’
ওয়েড বলেন, ‘উইকেট কেমন আচরণ করবে তার ওপর ভিত্তি করে আমাদেরকে তার বিপক্ষে ভালো করার উপায় বের করতে হবে। সে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। সে (সাকিব) ব্যাট হাতেও খুবই ভালো। সে ভালো গড়ে রান করে। সে যখন ব্যাট করবে তখন তার উইকেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’
সর্বশেষ বাংলাদেশ সফরে সাকিবের ঝাঁঝটা ভালোই টের পেয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ এসেছিলেন অজিরা। ওই সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৪ রান করেছিলেন সাকিব। সাকিবের রাজকীয় পারফরম্যান্সে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দেশে এবং দেশের বাইরে থেকে দেখা যাবে র্যাবিটহোলে। লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।