Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে অজিদের নেতৃত্বে ম্যাথু ওয়েড

স্পোর্টস ডেস্ক
২ আগস্ট ২০২১ ০৯:১২ | আপডেট: ২ আগস্ট ২০২১ ০৯:১৪

অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কের নাম ঘোষণা করল। সব জল্পনা কল্পনার অবসানও ঘটল তাতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের ব্যাটন হাতে দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড।

হাঁটুর ইনজুরিতে দলের সঙ্গে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাই অধিনায়কের নাম ঘোষণা না করেই বাংলাদেশ সফরে চলে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঠের লড়াই শুরুর আগেরদিন তারা ঘোষণা করল অধিনায়কের নাম।

বিজ্ঞাপন

এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। আর তাতেই গুঞ্জন শুরু হয় ক্যারি নাকি ওয়েড? কে দেবেন অজিদের নেতৃত্ব।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাথু ওয়েডকে অধিনায়কত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

এর আগেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছেন ওয়েড। গতবছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র ম্যাচটিতে অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিনস না থাকায়, অস্ট্রেলিয়ার ১১তম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক) অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ও অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে এটাই তাদের প্রথম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি শুরু হবে ৩ আগস্ট। দ্বিতীয়টি ৪ আগস্ট, তৃতীয়টি ৬, চতুর্থটি ৭ এবং পঞ্চম ও শেষটি গড়াবে ৯ আগস্ট। প্রতিটি ম্যাচই গড়াবে সন্ধ্যা ৬ টায়।

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে র‍্যাবিটহোল বিডিতে।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাথু ওয়েড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর